সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
তিনি এক শোকবার্তায় বলেন, উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩১ জনের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এ ধরনের একটি হৃদয়বিদারক ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। নিহত প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি আরও বলেন, এই দুর্ঘটনা শুধু ব্যক্তি ও পরিবার নয়, গোটা দেশবাসীর জন্য একটি বড় ধাক্কা। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একইসাথে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান সকলকে এই শোকের সময়ে সহনশীলতা ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানান এবং প্রয়োজনে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুর আদালতের জিপি এডভোকেট সাব্বির আহম্মেদ সহ বিএনপির নেতৃবৃন্দ।এ সময় সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোহা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক অশোক কুমার শিকদার।মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।ভোরের আকাশ/মো.আ.
জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা শহরের কালিবাড়ী মোড়, হাসপাতাল রোড, টি.এ রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।’তারা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একইসঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।ভোরের আকাশ/মো.আ.
গাজীপুরের শ্রীপুরে সাধারণ মানুষের সমস্যা রোধে করণীয় শীর্ষক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামীণ জনপদের সাধারণ খেটে-খাওয়া মানুষসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানান প্রধান অতিথির কাছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই বাজারে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামীণ বৈঠককে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।কাওরাইদ ইউনিয়ন বিএনপি আহবায়ক আতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাবুদ্দিনের পরিচালনা প্রধান অতিথি বলেন, আজ এই জনপদের মানুষ তাদের যে কথাগুলো বলছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে মাদকের ভয়াবহতা ।মাদকের করালগ্রাসে ধ্বংস হচ্ছে যুব সমাজ।প্রতিটা পরিবারে বিরাজ করছে অশান্তি। মাদককে নিয়ন্ত্রণ না করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অবহেলিত এই জনপদের জনগোষ্ঠীর চলাচলের রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই করা ছিলো গ্রামীণ জনগোষ্ঠীর দাবী। বৈঠকে ডা. বাচ্চু বলেন আমাদের কোন নেতাকর্মীর মধ্যে মাদকের সংশ্লিষ্টতা থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সম্পর্ক কিভাবে আরও ভালো করা যায় সেজন্য কাজ করছে বিএনপি।এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, আবু জাফর, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই স্বপন, কাওরাইদ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জাকির হোসেন, কামরুল হাসান প্রমুখ। এসময় এই জনপদের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।ভোরের আকাশ/মো.আ.
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন যে, পিআর পদ্ধতির দাবিতে চলমান আন্দোলন এবং ন্যাশনাল কাউন্সিল পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা আসন্ন নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহিদ সাটুহল মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন।নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এই কর্মশালাটির আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনেই কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না ও করবে না। সুতরাং আইনে যেভাবে আছে, নির্বাচন কমিশন সেভাবেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, কমিশন নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে যেন অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা যায়।কর্মশালায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.