খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক ৪
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে। অভিযানে খুলনার অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মো. শাকিল এবং আশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা হতে আটক করা হয়।
এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত সকল সন্ত্রাসীর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলার অভিযোগ পাওয়া যায়।
পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলা, মাদকসহ আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা শহরের ভাদুঘর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম।অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরের বিভিন্ন স্থানে বৈধ পাইপলাইন থেকে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভাদুঘরের এলহামপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷এসময় গ্যাসের পাইপও উচ্ছেদ করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম ভোরের আকাশকে বলেন, 'অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও অসাধু চক্রটি নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না।'তবে অবৈধ সংযোগ বন্ধের নিমিত্তে অভিযান চলমান থাকার কথা জানান তিনি।ভোরের আকাশ/জাআ
বরগুনার আমতলীতে চলন্ত ব্যাটারিচালিত বোরাক অটো থেকে ছিটকে পড়ে মুন্নি আক্তার আসমা (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।বুধবার সকালে খুড়িয়ার খেয়াঘাট-নোমোরহাট আঞ্চলিক সড়কের বিশ্বাসের হাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আসমা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমোরহাট এলাকার রব্বানী খলিফার মেয়ে। তিনি চট্টগ্রামে অবস্থানরত স্বামী ফরিদুল ইসলামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে রওনা দেন।জানা গেছে, নোমোরহাট থেকে আমতলীগামী একটি ব্যাটারিচালিত বোরাক অটোতে উঠে রওনা হন আসমা। পথিমধ্যে বিশ্বাসের হাট এলাকায় চলন্ত গাড়ি থেকে হঠাৎ সড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে সঙ্গে থাকা যাত্রীরা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।বোরাক চালক মো. আব্দুল আলিম বলেন, “গাড়ি চলার সময় হঠাৎ মুন্নি আক্তার ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি।”নিহতার বাবা রব্বানী খলিফা বলেন, “মেয়ে চট্টগ্রামে জামাতার কাছে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনায় মারা গেছে।”আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, “আহত অবস্থায় আনার আগেই মুন্নি মারা গেছেন।”এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”ভোরের আকাশ/জাআ
মৌলভীবাজারের জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আমিনা জান্নাত সোনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।ভোরের আকাশ/জাআ
নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে জমে উঠেছে প্রচারণা। এরই অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এদিন উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট ও বাজারে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন।গণসংযোগ চলাকালে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থীরা দেশ ও জনগণের কল্যাণে দলের অঙ্গীকার তুলে ধরেন।তারা বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।”এসময় স্থানীয় জামায়াত এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও ঐক্য।ভোরের আকাশ/জাআ