চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ০৪:২৭ পিএম
ছবি- সংগৃহীত
গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের চিতলমারী উপজেলার দেড় কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৪৩) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি উপজেলা মচন্দপুর গ্রামের মৃত জুলফিকার শেখের ছেলে।
চিতলমারী থানার এসআই দিবাকর মালাকার জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় ৩৫ মিনিটে সময় বড়বাড়িয়া বাজারে এএসআই সজল কুমার রায় ও এএসআই মো. আনিছুর রহমানসহ সঙ্গীও ফোর্স নিয়ে বড়বাড়িয়া বাজারে পৌঁছালে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে মোটরসাইকেলে কুনিয়া বাসস্থান নয়ন তান্দুরি টি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে সামনে পৌঁছানো মাত্র পুলিশে উপস্থিতি টের পেলে আসামি দৌড় পালায়। সাথে সাথে তাকে আটক করা হয়েছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। অন্য দিকে এসআই লিটন কুমার বিশ্বাস, এসআই দিবাকর মালাকার ও এএসআই সজল কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ২টি মামলার ওয়ারেন্টভুক্ত ২৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফয়সালকে (৪৫) আটক করেছে পুলিশ। আটককৃত আসামি উপজেলা চিংগুড়ী গ্রামের হেমায়েত শেখ এর ছেলে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা হাজারীবাগ থানায় অস্ত্রগুলি ও ঢাকা মোহাম্মদপুর থানায় ডাকাতির মামলা রয়েছে। আদালত অস্ত্র গুলি মামলায় ১৭ বছর ও ডাকাতি মামলায় ১২ বছরের সাজা দিয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে তাকে বাড়ি সামনে থেকে পুলিশ আটক করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ