তরমুজের পিকআপে গাঁজা, আটক ২
ফেনীর মহিপালে তরমুজ ব্যবসার আড়ালে মাদক পরিবহনকালে ৭৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। শনিবার সকালে মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন, বরগুনা সদর উপজেলার আব্দুল করিমের ছেলে মো. তাজেম খান এবং কুমিল্লার নাঙ্গলকোট থানার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম ওরফে সামিন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা পিকআপভ্যানে গাঁজা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। র্যাবের একটি দল মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় তরমুজভর্তি পিকআপভ্যানকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপে রাখা ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ফেনী ক্যাম্পের ইনচার্জ রবিউল হাছান সরকার বলেন, আটককৃত দুই আসামি এবং উদ্ধারকৃত মাদক ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
লক্ষ্মীপুরের রামগতিতে রব্বানীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, বিগত ১৭ বছর ধরে মাদরাসা শিক্ষা ব্যবস্থা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। মাদরাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য যে কোনো অপচেষ্টা করা হয়েছে। তবে আগস্ট বিপ্লবের পর থেকে মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।তিনি আরও বলেন, ইবতেদায়ী শিক্ষা জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণের কাজ চলমান রয়েছে। মাদরাসা শিক্ষার উন্নতি ও যুগোপযোগীকরণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ, উপবৃত্তি ব্যবস্থা এবং এমটিআই কার্যক্রম।গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তামিরুল মিল্লাত কামিল মাদাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান, রামগতি-কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এআর হাফিজ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মো. শাহ শফিকুল্ল্যাহ, ঢাকাস্থ রামগতি সমিতির সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে মাদরাসার সাবেক ও বর্তমান প্রায় দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং সাবেক শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদানসহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের একোয়াস্টেটপাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে এবং সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয়।ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় তারা এজাহারভুক্ত আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। উক্ত মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।ভোরের আকাশ/এসএইচ
কক্সবাজারের টেকনাফে হারুন ডাকাতের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় ৩০ লাখ টাকা, দেশীয় অস্ত্র, স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা এলাকার চিহ্নিত হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এই অভিযানে হারুন বা বাড়িতে কাউকে পাওয়া না গেলেও সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড জব্দ করা হয়।পরে জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৩২ বছর।সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, শুক্রবার সকাল আনুমানিক ৫টা ৫২ মিনিটে সাতকানিয়া উপজেলার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনটি সকাল ৫টা ৫২ মিনিটে রাজধানী ঢাকা হতে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাওয়ার সময় এই লোকটি ট্রেনে কাটা পড়েছেন বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে অবগত করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তার শরীরে বা আশপাশে মোবাইল ফোন বা পরিচয় বহনকারী কোনো কিছুর সন্ধান মেলেনি, তাই পরিচয় জানা যায়নি।চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক এস. এম. শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধার করার জন্য পুলিশের একটি টিম পাঠিয়েছি।ভোরের আকাশ/এসএইচ
তরমুজের পিকআপে গাঁজা, আটক ২
ফেনীর মহিপালে তরমুজ ব্যবসার আড়ালে মাদক পরিবহনকালে ৭৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। শনিবার সকালে মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন, বরগুনা সদর উপজেলার আব্দুল করিমের ছেলে মো. তাজেম খান এবং কুমিল্লার নাঙ্গলকোট থানার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম ওরফে সামিন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা পিকআপভ্যানে গাঁজা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। র্যাবের একটি দল মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় তরমুজভর্তি পিকআপভ্যানকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপে রাখা ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ফেনী ক্যাম্পের ইনচার্জ রবিউল হাছান সরকার বলেন, আটককৃত দুই আসামি এবং উদ্ধারকৃত মাদক ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
লক্ষ্মীপুরের রামগতিতে রব্বানীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, বিগত ১৭ বছর ধরে মাদরাসা শিক্ষা ব্যবস্থা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। মাদরাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য যে কোনো অপচেষ্টা করা হয়েছে। তবে আগস্ট বিপ্লবের পর থেকে মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।তিনি আরও বলেন, ইবতেদায়ী শিক্ষা জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণের কাজ চলমান রয়েছে। মাদরাসা শিক্ষার উন্নতি ও যুগোপযোগীকরণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ, উপবৃত্তি ব্যবস্থা এবং এমটিআই কার্যক্রম।গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তামিরুল মিল্লাত কামিল মাদাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান, রামগতি-কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এআর হাফিজ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মো. শাহ শফিকুল্ল্যাহ, ঢাকাস্থ রামগতি সমিতির সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে মাদরাসার সাবেক ও বর্তমান প্রায় দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং সাবেক শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদানসহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের একোয়াস্টেটপাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে এবং সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয়।ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় তারা এজাহারভুক্ত আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। উক্ত মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।ভোরের আকাশ/এসএইচ
কক্সবাজারের টেকনাফে হারুন ডাকাতের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় ৩০ লাখ টাকা, দেশীয় অস্ত্র, স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা এলাকার চিহ্নিত হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এই অভিযানে হারুন বা বাড়িতে কাউকে পাওয়া না গেলেও সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড জব্দ করা হয়।পরে জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৩২ বছর।সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, শুক্রবার সকাল আনুমানিক ৫টা ৫২ মিনিটে সাতকানিয়া উপজেলার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনটি সকাল ৫টা ৫২ মিনিটে রাজধানী ঢাকা হতে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাওয়ার সময় এই লোকটি ট্রেনে কাটা পড়েছেন বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে অবগত করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তার শরীরে বা আশপাশে মোবাইল ফোন বা পরিচয় বহনকারী কোনো কিছুর সন্ধান মেলেনি, তাই পরিচয় জানা যায়নি।চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক এস. এম. শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধার করার জন্য পুলিশের একটি টিম পাঠিয়েছি।ভোরের আকাশ/এসএইচ
মন্তব্য করুন