খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০২:০২ এএম
ছবি সংগ্রহীত
ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (সিআরজিপি) বাস্তবায়নে উদ্যোগ জোরদার করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনে এই প্রোগ্রামকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাডভাইজারি কমিটি (আরএসি)-এর ২২তম সভা মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের সিআরজিপি এবং একই অর্থবছরের প্রথম পর্যায়ের রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (আরজিপি)-এর আওতাধীন প্রকল্প প্রস্তাবনার অনুমোদন ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপাচার্য প্রফেসর রেজাউল করিম বলেন, “দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রামের আওতায় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর মতো আমাদেরও যৌথ গবেষণার ঐতিহ্য গড়ে তুলতে হবে। গবেষণার ফলাফলকে সবার কাছে পৌঁছে দিতে হবে এবং এজন্য প্রতি বছর ‘একাডেমিক ফেয়ার’-এর মতো আয়োজনের মাধ্যমে গবেষণার অর্জনগুলো প্রদর্শনের ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া, সেমিনার ও কর্মশালার মাধ্যমে জ্ঞান বিনিময় বাড়ানোর পরামর্শ দেন, যা যৌথ গবেষণাকে আরও গতিশীল করবে।
সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, “সিআরজিপি প্রকল্পে ইন্ডাস্ট্রির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র একাডেমিয়া নয়, ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে গবেষণা করলে তার ফলাফল আরও বাস্তবভিত্তিক ও প্রয়োগযোগ্য হবে।”
তিনি আরও বলেন, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুললে গবেষণা প্রকল্পগুলো আরও সমৃদ্ধ হবে।
গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক এবং সভার সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ-দারাইন এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
ভোরের আকাশ//হর