খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০২:১৬ এএম
ছবি সংগ্রহীত
খুলনার দৌলতপুরে ২০০৯ সালের চাঞ্চল্যকর জোড়া হত্যার মামলায় আদালত ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) এবং তুহিন। এ ছাড়া মামলায় কুটি ও শামীম খালাস পান।
২০০৯ সালের ৩ জানুয়ারি, দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা পারভেজ হাওলাদারকে গুলি ও কোপ দিয়ে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা স্থানীয়দের ওপরও গুলি চালায়। এ ঘটনায় সুপর্না সাহাসহ কয়েকজন আহত হন, হাসপাতালে নেওয়ার পর সুপর্না মারা যান।
পারভেজের বাবা নিজাম উদ্দিন ২০০৯ সালের ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।
ভোরের আকাশ//হর