নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০১:৪৩ এএম
ছবি সংগ্রহীত
নড়াইলে খাজা মোল্যা (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গোয়ালবাথান এলাকায় মনি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খাজা মোল্যা সদর উপজেলার ধুড়িয়া গ্রামের মৃত আবু মোল্যার ছেলে। তিনি ইটভাটার পাশে চা ও মুদি পণ্যের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, খাজা মোল্যার সঙ্গে একই গ্রামের রাজা মোল্যার দীর্ঘদিন ধরে দোকান সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েক দিন ধরে রাজা মোল্যা তাকে দোকান সরিয়ে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার বিকেলে দোকানে চা বিক্রির সময় রাজা মোল্যা, ইসমাইল শেখ, বিল্লাল শেখ, মন্জুর শেখ, বাবু শেখ ও লাভু শেখসহ ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে খাজা মোল্যার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত খাজা মোল্যা সাংবাদিকদের বলেন, “রাজা মোল্যা আমাকে দোকান সরিয়ে নিতে বারবার হুমকি দিচ্ছিল। আজ বিকেলে দোকানে বসে থাকতেই তারা হঠাৎ এসে আমার ওপর হামলা চালায়। আমি পাশের বাড়িতে আশ্রয় নিতে দৌড়ালে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
অভিযুক্ত রাজা মোল্যা ও তার সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক বাগচি বলেন, “আহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ//হর