সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা
জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করলেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী গ্রামের রইচ উদ্দিনের ৩২ শতক ও রঘুনাথপুর উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের ১৬ শতক জমির ধান কেটে দেন তারা।
উদ্যোগটির উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুল মজিদ। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নির্দেশে এই স্বেচ্ছাশ্রম কার্যক্রম শুরু হয়েছে।“সংগ্রাম ও অর্জনের ইতিহাসে কৃষক জাতির অবিচ্ছেদ্য অংশ। সেই ধারাবাহিকতায় কৃষকের পাশে থাকাই আমাদের অঙ্গীকার,” — বলেন মজিদ।
ধান কাটা শেষে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় নেতাকর্মীরা। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান কৃষক রইচ উদ্দিন ও আবুল কাশেম। তারা বলেন, “ক্ষেতে ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতারা এগিয়ে এসে আমাদের বড় উপকার করেছেন।”
এই সময় উপস্থিত ছিলেন কৃষক দলের উপজেলা সদস্য সচিব আল আমিন শেখ, এবং নেতাকর্মী খোরশেদ আলম, সোহেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, ময়েন উদ্দিন, আলতাফ আলী ও আব্দুল জলিল।
স্থানীয়ভাবে প্রশংসিত এই উদ্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উপজেলা কৃষক দল।
ভোরের আকাশ/ হ.র
সংশ্লিষ্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে চিনু তাঁতী (৩৫) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চিনু তাঁতী ওই এলাকার যজো তাঁতীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে চিনু তাঁতী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয়। বজ্রপাতের তীব্র শব্দে মাটিতে লুটিয়ে পড়েন চিনু তাঁতী।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমরাইল ছড়া চা বাগানের স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং পরে কালিঘাট চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বিকাশ দত্ত বলেন, "বজ্রপাতের কোনো আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বজ্রপাতের ভয়ংকর শব্দে আতঙ্কিত হয়ে তার হৃদরোগে মৃত্যু হয়েছে।"কালিঘাট চা বাগান হাসপাতাল সূত্র জানায়, "চিনু তাঁতীর শরীরে বজ্রপাতের কোনো বাহ্যিক ক্ষত ছিল না। সম্ভবত আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।"নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ঝড়-বজ্রপাতের সময় বাগানকর্মীদের নিরাপত্তায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ভোরের আকাশ/হ.র
ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মে) চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।জানা যায়, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারণা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন। কর্মশালাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় প্রথম দফায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয়। দু’দিন ব্যাপি কর্মশালায় চার ইউনিয়নের ৪৮জন ইউপি সদস্য অংশ নেন।উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কর্মশালায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী,সমাজ সেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.টিএসএম ফিদা হাসান প্রমুখ। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ, চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/আমর
জামালপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জামালপুর’ নামে একটি অরাজনৈতিক ও সর্বজনীন সামাজিক আন্দোলন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১০ মে) শহরের ফৌজদারি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নুরনবী ইসলাম নুর, শাকিল হাসান, ইহসান হাবীব রাহাত, রাকিবুল ইসলামসহ প্রমুখ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ভোরের আকাশ/আমর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় বড় পরিসরের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কাদের এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে হঠাৎ উচ্ছেদ হওয়ায় ফুটপাতের দোকানদারগণ ক্ষোভ জানিয়েছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবার- পরিজন নিয়ে চরম বিপাকে পড়বে বলে জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং পৌরসভার শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় মানুষজন চলাচলের জন্য ফুটপাত উচ্ছেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভোরের আকাশ/আমর