চাঁদপুরে আইএমটিতে অনির্দিষ্টকালের শাটডাউন
চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির (আইএমটি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শার্ট ডাউন কর্মসূচি শুরু করেছে।
সোমবার (১৯ মে) সকাল থেকে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য শার্টডাউন কর্মসূচি শুরু করেছে তারা। এর ফলে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী আমিরুল ইসলাম, আমির হোসেন ও তামান্না জানান, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
তাদের দাবি, মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করতে হবে এবং প্রশিক্ষণের মান উন্নত করণ।
কর্তৃপক্ষ এ সকল দাবি না মানলে অনির্দিষ্ট কালের জন্য কর্মসূচি বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
চাঁদপুর মেরিন টেকনোলজিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। সারাদেশে ৬টি মেরিন টেকনোলজিতে একযোগে এই কর্মসূচি চলছে।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শাহাদত হোসেন সাদ্দাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শাহাদত হোসেন সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফসার আলী ইদুর ছেলে।মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বাসিন্দা মারজু মিয়ার সাড়ে চার বছর বয়সী শিশুকন্যা বাড়ির উঠোনে খেলারত অবস্থায় পাশের বাড়ির সাদ্দাম তার মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসারত অবস্থায় থাকার পর (১৯ মে) রোববার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর পিতা বাদি হয়ে মামলা করেন। পরে ওইরাতেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মামলার পরই মূল অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান রয়েছে। ভোরের আকাশ/এসআই
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত আবুল কালাম বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জমিদার আলীর পুত্র এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পুটিজুরি ইউনিয়ন শাখার ০৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।আবুল কালামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি, যার নম্বর ১৩।ভোরের আকাশ/এসআই
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় জয়রামকুড়া হাইস্কুল এন্ড কলেজের নব-নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৯ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এ.কে.এম আমজাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ঘোষবেড় জয়রামকুড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ হাতেম আলী প্রমুখ। ভোরের আকাশ/এসআই
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ও বিভিন্ন দ্রব্য মূল্য বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।সোমবার (১৯ মে ) ১১টায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর বাজারের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, হার্ডওয়ারী দোকান ৪ ব্যবাসীকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও বাজার সাভাবিক রাখার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। অনেক দোকানে বাজার মূল্য তালিকা পাওয়া যায়নি পাশাপাশি কয়েকটি হোটেল, রেস্টুরেন্টে ময়লা আবর্জনা পাওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ও ৪৩ ধারা অমান্য করায়, দুজনকে পৃথক দুটি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অপর দিকে বিভিন্ন দোকানদার রাস্তার জায়গায় অবৈধভাবে দখল করে, জনগণের চলাফেরায় ব্যাহত ও যানজট সৃষ্টি করায়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে পৃথক দুটি মামলায় দুইজনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।তিনি আরও জানান, সকল ব্যবসায়ীকে ভেজাল মুক্ত খাবার বিক্রি ও সিন্ডিকেট মুক্ত সকল ধরনের দ্রব্য বিক্রি করার নির্দেশ প্রদান করি। যারা এ আদেশ অমান্য করেছেন তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ভোরের আকাশ/এসআই