বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৯:৩৫ পিএম
বিএমপির উপ-পুলিশ কমিশনার কর্তৃক কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন
বিএমপির উপ-পুলিশ কমিশনার কর্তৃক কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন। তিনি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ এবং দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।
বৃহস্পতিবার (০৮ মে) বেলা ১১টায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন সংক্রান্ত মন্তব্য পরিদর্শন বইতে লিপিবদ্ধ করা হয়।
এ ছাড়াও উপ-পুলিশ কমিশনার মামলার তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, কিশোর অপরাধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই