মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৪:৪৬ পিএম
সংগৃহীত ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা শাখায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় নিষ্পাপ শিক্ষার্থীদের মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।
এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, "গতকালকের দুর্ঘটনায় যারা চিরতরে নিথর হয়ে গেছে, তারা ছিল আমাদেরই মতো কারও সন্তান—ভবিষ্যতের স্বপ্ন, আলো আর হাসির প্রতীক। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।"
তিনি নিহত শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, "আহতদের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য আমরা দোয়া করছি।" একইসঙ্গে তিনি প্রার্থনা করেন, "এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনও না ঘটে।"
ভোরের আকাশ/জাআ