লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জুয়াড়ি আটক
নাটোরের লালপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১১ টায় দক্ষিণ লালপুর (বাঙ্গালপাড়া) এলাকায় লালপুর সেনা ক্যাম্পের সহায়তায় পরিচালিত একটি অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, বদরুলের ছেলে রকি খান (২৫), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২০), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৫), অমিত বেপারীর ছেলে সুখ চাঁদ বেপারী (২৬), আলম চানের ছেলে সবুজ (২৫), আক্কাসের ছেলে সালাম (৪০), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৭)।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৭শত ৪০টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাৎক্ষণিক তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা মাসিক সাধারণ সভা শেষে পরিষদ চত্তর থেকে তাকে গ্রেপ্তার করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে তাকে সাঘাটা থানায় নেওয়া হয়।গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের আমদিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।ভোরের আকাশ/জাআ
বাগেরহাটের ১টি আসন হ্রাস করার প্রতিবাদ এবং পূর্বের ৪টি আসন পুনর্বহাল করার দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বাগেরহাটের চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণ আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় নির্দিষ্ট দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব হোসেন গাজী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ।আরও উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী গাউসুল ইসলাম, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী। ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চিতলমারী উপজেলা শাখার আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অনন্য সংগঠক কমরেড রতন সেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় চিতলমারী উপজেলার নিজস্ব কার্যালয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।কমরেড রতন সেন ছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রীটিশবিরোধী আন্দোলনের অন্যতম অকৃতদার বিপ্লবী, কিংবদন্তী কৃষক নেতা, উপমহাদেশের বিশিষ্ট মার্কসবাদী চিন্তক ও লেখক, দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ডাঃ সেকেন্ডারী আলী খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সহ-সভাপতি মৃন্ময় মন্ডল, কন্ট্রোল কমিশনার সদস্য কাজী সোহরাব হোসেন, বাগেরহাট জেলা কমিটির সদস্য সুকুমার বিশ্বাস, সিপিবি চিতলমারী উপজেলা সদস্য জয়ন্ত মন্ডল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পংকজ কুমার রায়।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের শ্রীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড্ গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার।ছবি : ভোরের আকাশহুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান সজল, বরামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,অভিভাবক মোঃ দেলোয়ার হোসেন ও হুমায়ুন কবির সাংবাদিক টিপু সুলতান ও রাতুল মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পারভীন আক্তার, জেলা সহকারী পরিদর্শক মেহেদী হাসান, শিক্ষার্থী জিয়েনা জাহিন মিম, সানজিদা আজাদ প্রিন্সী প্রমুখ।ভোরের আকাশঅনুষ্ঠান শেষে ছয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ