মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৮:০৮ পিএম
ছবি: ভোরের আকাশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জে নতুন রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
বুধবার (২৩ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত রেঞ্জ কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত জানান পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) সদন চাকমা, বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, সার্কেল অ্যাডজুট্যান্ট আঃ মান্নান মিয়া, বরিশাল রেঞ্জের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে তিনি রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার দক্ষ নেতৃত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে রংপুর রেঞ্জে বাহিনীর সুনাম বৃদ্ধি পেয়েছে।
মো. আব্দুস সামাদ ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জেলা, ব্যাটালিয়ন ও রেঞ্জে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শুদ্ধাচার পুরস্কার, বিভিএম (বাংলাদেশ আনসার ও ভিডিপি মেডেল) এবং পিভিএমএস (President’s Viva Medal for Service) পদকে ভূষিত হয়েছেন।
যোগদানের পর তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন যেন তিনি বরিশাল রেঞ্জে সাফল্যের সাথে দায়িত্ব পালন করতে পারেন।
ভোরের আকাশ/জাআ