মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৫:৩৭ পিএম
ছবি: ভোরের আকাশ
বরিশাল কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারের হাতে টিভি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহে গণশুনানি প্রতি বুধবার অনুষ্ঠিত হয়। সেখানে গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসবে গত ২১ জুলাই জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে সেখানে অবস্থানরত মহিলা কারাবন্দীগণ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি টিভি চান।
বৃহস্পতিবার গণশুনানি চলাকালীন সময়ে জেলা সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাবন্দীদের জন্য একটি টিভি সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের কাছে হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল একেএম আক্তারুজ্জামান মানুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।
জেলা প্রশাসকের নেতৃত্বে এই গণশুনানিতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত থাকেন। নাগরিকের সমস্যা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভোরের আকাশ/জাআ