সড়কে স্বল্প উচ্চতার গাছ যেন মৃত্যু ফাঁদ

সড়কে স্বল্প উচ্চতার গাছ যেন মৃত্যু ফাঁদ

কাশেম হাওলাদার, বরগুনা

প্রকাশ : ২ দিন আগে

আপডেট : ২ দিন আগে

সড়কে স্বল্প উচ্চতার গাছ যেন মৃত্যু ফাঁদ

সড়কে স্বল্প উচ্চতার গাছ যেন মৃত্যু ফাঁদ

ঢাকা-পাথরঘাটা সড়কের বরগুনার পাথরঘাটার মুন্সীরহাট থেকে বটতলা চৌরাস্তা এলাকার ১২ কিলোমিটার পথ যেন মৃত্যুর ফাঁদ। সড়কের উপর স্বল্প উচ্চতার গাছের কারণে ঈদের একদিন আগে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া সরু রাস্তায় পরিবহন চালকদের বেপরোয়া গতি এবং গাছের কারণে এই এলাকায় বিভিন্ন স্থানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে প্রাণহানির পাশাপাশি অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন।

জানা যায়, পাথরঘাটার মুন্সীরহাট ব্রিজের উত্তর পাড় থেকে মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বটতলা চৌরাস্তা পর্যন্ত এলাকাটি বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে অনেক গাছ একপাশ থেকে পরেছে অপর পাশে, যার কারণে সড়কের লেন পরিবর্তন করতে হয়। এছাড়া, সড়কের বাঁক এবং মালবাহী ট্রাকের স্টপেজও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানের দেখা যায় সড়কের দুই পাশে বন বিভাগ ও সওজ এর গাছের ডাল ঝুঁকে পড়ায় দূরপাল্লার বাস ও ট্রাক চলাচলে বিঘ্ন ঘটে। লেন পরিবর্তণে বাধ্য হতে হয় চালকদের। আর এতেই ঘটছে দুর্ঘটনা। আর এ কারণেই ভালো কোন পরিবহন এ রুটে চালাচ্ছে না মালিকরা। ঈদের আগের দিন, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার তদন্তে জানা যায়, স্বল্প উচ্চতার গাছের কারণে বাসের চালক সড়কের বাম দিক থেকে ডানদিকে চলে আসেন এবং ঠিক তখনই মটরসাইকেলটি এসে পড়ে।

স্থানীয়রা জানান, এমন ঘটনা প্রায়ই ঘটে। এর আগেও গাছের কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। গত বছরও একটি গাছ বোঝাই ট্রাকের শ্রমিক সড়কে গাছের সঙ্গে আঘাত পেয়ে নিহত হয়। এমনই নানা দুর্ঘটনা সড়কটির দুরবস্থার ফলস্বরূপ।

এ সড়কের চালকরা বলেন, সড়কটি সরু এবং গাছের ডালপালা মাঝে মাঝে সড়কের মধ্যে ঝুঁকে পড়ায় দূরপাল্লার বাস ও ট্রাক চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে চালকরা প্রায়ই লেন পরিবর্তন করতে বাধ্য হন, যা দুর্ঘটনার জন্য ঝুঁকি তৈরি করে।

স্থানীয় পরিবহন চালকরা এ ব্যাপারে বারবার সতর্ক করেছেন এবং দাবি করছেন যে, সড়কের গাছ কেটে ফেলা না হলে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

রাজিব পরিবহনের চালক মোহাম্মদ মিরাজ আহমেদ বলেন, পাথরঘাটা ঢাকা মহাসড়কের মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কটি এমনিতেই সরু। এছাড়াও রাস্তার পাশের গাছ সড়কের পরিবেশ নষ্ট করছে। গাছ গুলো যদি কেটে ফেলা না হয় তাহলে সামনে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

বিএনপির নেতা চৌধুরী মো. ফারুক বলেন, এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে, আরও দুর্ঘটনা ঘটতে পারে যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। আমরা কোথাও যাতায়াত করতে হলে ঝুঁকি নিয়ে পথ চলতে হয়।

সড়ক সংস্কারের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বরগুনার নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, পাথরঘাটা মঠবাড়িয়ার আঞ্চলিক সড়কটি সরু। এ বিষয়ে আমরা অবগত রয়েছি। সড়কটির দুই পাশ প্রসস্থ করার বিষয়ে এখনো পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে অবশ্যই প্রস্তাবনা পাঠানো হবে। সড়কের পাশের গাছ গুলো সওজ ও বন বিভাগের। উভয়ের সমন্নয়ে উচ্চতার ভিত্তিতে ঝুঁকিপুর্ন গাছ কাটার প্রয়োজন হলে অতিশীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এই সড়কে অদক্ষ চালক, ঘুম নিয়ে গাড়ি চালানো, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সচেতনতা বাড়ানো জরুরি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, চলাচলের জন্য রাস্তার দু’পাশে ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ব্র্যাক ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

ব্র্যাক ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!

বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক

নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক

মন্তব্য করুন