কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৯:০১ এএম
তাড়াইলে নবাগত ইউএনওর মতবিনিময়
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুনের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩ ঘটিকার সময় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
ইউএনও মোছা. পপি খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দীনের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল হাসন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রনি আহমেদ, তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন, তাড়াইল উপজেলার বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল শাখার আমির মো. হাবিবুর রহমান,শহীদ পরিবারের ইফতেখারুল ইসলাম জুয়েল, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান, তাড়াইল উপজেলা ঘঈচ সদস্য সার্জেন্ট মাসুদসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা আলামিন, তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, আবুল মনসুর,প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক, তাড়াইল উপজেলা নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান মো. সারোয়ার আলম,ভাষা সৈনিক পরিবারের সাংবাদিক রবীন্দ্র সরকার।
ভোরের আকাশ/আজাসা