অপরাধ চিত্র
নিখিল মানখিন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১১:২১ এএম
সংখ্যা কমেছে, বেড়েছে রোমহর্ষকতা
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই গর্ভধারিণী মা। ঢাকার ভাটারায় গাড়িতে করে এসে ভিকটিমের বাসার সামনে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এমন কিছু ঘটনায় জনমনে বেড়েছে আতঙ্ক।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কমেছে অপরাধের সংখ্যা। সংখ্যায় কমে এলেও যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে তা বেশ রোমহর্ষক ও ভীতিকর। চলতি মাসের (এপ্রিল) বেশ কিছু অপরাধমূলক ঘটনা সাধারণ মানুষের মনকে নাড়া দিয়েছে। এসব ঘটনায় অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সফলতা ধামাচাপা পড়ে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি ‘সামাজিক আন্দোলন’ গড়ে তোলা দরকার বলে মনে করছেন তারা। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে এমন বীভর্ৎস্য অপরাধ প্রবণতা বাড়তে পারে বলে শঙ্কা অপরাধ বিশ্লেষকদের।
তারা বলছেন, দেশে এমন একটি চক্র গড়ে উঠেছে, যারা অপরাধ সংঘটনকে তাদের আয়-উপাজর্নের উৎস মনে করছে। গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪) নামের দুই ভাই-বোনকে ঘরে থাকা বঁটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার রাতে সালেহা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা তা এখনও জানা যায়নি। নিহত মালিহা আক্তার ও আবদুল্লাহ বিন ওমরের বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে। আমরা জানার চেষ্টা করছি, কেন বা কী কারণে দুই সন্তানকে তাদের মা হত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা করে বস্তাবন্দী করে ফেলে দেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন গ্রেপ্তার ইয়াছিন আলী।
গত ১৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুর রহমানের আদালতে তিনি এই জবানবন্দি দেন। ওই মামলার আসামি ইয়াছিন আলী নিহত লামিয়ার স্বামী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।
জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, ইয়াছিন ক্ষিপ্ত হয়ে স্বপ্না আক্তারের হাত থেকে বঁটি নিয়ে লামিয়ার ঘাড়ে কোপ দেন। এতে লামিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বপ্না আক্তার চিৎকার শুরু করলে তাকেও বঁটি দিয়ে হত্যা করেন ইয়াছিন। পরে নিজের সন্তান আবদুল্লাহ্ রাফসানকে গলার তাবিজের সুতা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য, লামিয়াকে গলা কেটে হত্যা, লামিয়ার বড় বোন স্বপ্না আক্তারকে গলা ও হাত-পা কেটে হত্যার পর বস্তাবন্দি করে এবং লামিয়ার চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ রাফসানের হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে চেইন-ব্যাগ ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ১৬ এপ্রিল দিবাগত রাতের এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। গত ১৬ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ এপ্রিল ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিবাগত রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। পাবনার চাটমোহর উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পরদিন গত ১৫ এপ্রিল উপজেলার হরিপুর ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে মুখ ঝলসানো অবস্থায় শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। সে ছিল স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী। কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
অপরাধ বিশ্লেষকরা যা বলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, যখন কোনো এলাকাতে ভাসমান জনগোষ্ঠী অথবা প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষের বসবাস বা ঘনত্ব বেশি হয়, তখন সেই এলাকায় নানামুখী অপরাধের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় অপরাধীরা ভাসমান মানুষকে দলে ভিড়িয়ে নিজেদের সিন্ডিকেট আরও মজবুত করে।
ড. তৌহিদুল হক বলেন, বর্তমান সময়ে অপরাধ প্রবণতা, ডাকাতি, অপহরণ, সহিংসতা, সংঘাত, খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ এই ধরনের অপরাধগুলো অনেক কমে আসার কথা- এটাই আমরা প্রত্যাশা করেছি। একটি রাজনৈতিক দলের সরকারের পতনের পর নতুন যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছেন তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়নি। দেশে একটি চক্রই তৈরি হয়েছে যারা অপরাধটি তার আয়-উপাজর্নের উৎস মনে করছে।
তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই বলছেন তারা এখনো পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। দেশে সামান্যতম পরিস্থিতি তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যতই আলোচনা-সমালোচনা করি না কেন, তাদের ওপরই নির্ভর করতে হয়। সেই নির্ভরতার জায়গা থেকে তাদের যে জুলাই বিপ্লবের পরে পূর্ব-প্রস্তুতি, অবস্থান-মর্যাদা, নৈতিক মনোবল বা সংকটকে দূরীভূত করার প্রস্তুতি বা এই অবস্থা থেকে পুনরুদ্ধার করার জন্য যে ব্যবস্থা, মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায়ের যে সমন্বয়টা এই জায়গাতে ঘাটতি রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মুনীরুজ্জামান বলেন, যখনই সরকারি অস্ত্র বা অন্য কোনো সরঞ্জাম হারিয়ে যায় তখন আর সেটি ফেরত পাওয়া যায় না। সেগুলো ভুল হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নিরাপত্তার জন্য বড় শঙ্কা তৈরি করে। এগুলো আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি থাকবে। আর যতদিন পর্যন্ত সেগুলো উদ্ধার করা না যাবে সেই ঝুঁকি থেকে যাবে। অস্ত্র উদ্ধারে যে অভিযান চালানো হয়েছিল, সেটিতে পুরোপুরি অস্ত্র উদ্ধার করতে পারেনি। তাই আরও জোরদার অভিযান চালাতে হবে।
ভোরের আকাশ/এসএইচ
অপরাধ চিত্র
নিখিল মানখিন
প্রকাশ : ৪ দিন আগে
আপডেট : ১ ঘন্টা আগে
সংখ্যা কমেছে, বেড়েছে রোমহর্ষকতা
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই গর্ভধারিণী মা। ঢাকার ভাটারায় গাড়িতে করে এসে ভিকটিমের বাসার সামনে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এমন কিছু ঘটনায় জনমনে বেড়েছে আতঙ্ক।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কমেছে অপরাধের সংখ্যা। সংখ্যায় কমে এলেও যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে তা বেশ রোমহর্ষক ও ভীতিকর। চলতি মাসের (এপ্রিল) বেশ কিছু অপরাধমূলক ঘটনা সাধারণ মানুষের মনকে নাড়া দিয়েছে। এসব ঘটনায় অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সফলতা ধামাচাপা পড়ে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি ‘সামাজিক আন্দোলন’ গড়ে তোলা দরকার বলে মনে করছেন তারা। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে এমন বীভর্ৎস্য অপরাধ প্রবণতা বাড়তে পারে বলে শঙ্কা অপরাধ বিশ্লেষকদের।
তারা বলছেন, দেশে এমন একটি চক্র গড়ে উঠেছে, যারা অপরাধ সংঘটনকে তাদের আয়-উপাজর্নের উৎস মনে করছে। গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪) নামের দুই ভাই-বোনকে ঘরে থাকা বঁটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার রাতে সালেহা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা তা এখনও জানা যায়নি। নিহত মালিহা আক্তার ও আবদুল্লাহ বিন ওমরের বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে। আমরা জানার চেষ্টা করছি, কেন বা কী কারণে দুই সন্তানকে তাদের মা হত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা করে বস্তাবন্দী করে ফেলে দেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন গ্রেপ্তার ইয়াছিন আলী।
গত ১৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুর রহমানের আদালতে তিনি এই জবানবন্দি দেন। ওই মামলার আসামি ইয়াছিন আলী নিহত লামিয়ার স্বামী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।
জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, ইয়াছিন ক্ষিপ্ত হয়ে স্বপ্না আক্তারের হাত থেকে বঁটি নিয়ে লামিয়ার ঘাড়ে কোপ দেন। এতে লামিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বপ্না আক্তার চিৎকার শুরু করলে তাকেও বঁটি দিয়ে হত্যা করেন ইয়াছিন। পরে নিজের সন্তান আবদুল্লাহ্ রাফসানকে গলার তাবিজের সুতা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য, লামিয়াকে গলা কেটে হত্যা, লামিয়ার বড় বোন স্বপ্না আক্তারকে গলা ও হাত-পা কেটে হত্যার পর বস্তাবন্দি করে এবং লামিয়ার চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ রাফসানের হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে চেইন-ব্যাগ ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ১৬ এপ্রিল দিবাগত রাতের এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। গত ১৬ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ এপ্রিল ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিবাগত রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। পাবনার চাটমোহর উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পরদিন গত ১৫ এপ্রিল উপজেলার হরিপুর ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে মুখ ঝলসানো অবস্থায় শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। সে ছিল স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী। কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
অপরাধ বিশ্লেষকরা যা বলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, যখন কোনো এলাকাতে ভাসমান জনগোষ্ঠী অথবা প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষের বসবাস বা ঘনত্ব বেশি হয়, তখন সেই এলাকায় নানামুখী অপরাধের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় অপরাধীরা ভাসমান মানুষকে দলে ভিড়িয়ে নিজেদের সিন্ডিকেট আরও মজবুত করে।
ড. তৌহিদুল হক বলেন, বর্তমান সময়ে অপরাধ প্রবণতা, ডাকাতি, অপহরণ, সহিংসতা, সংঘাত, খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ এই ধরনের অপরাধগুলো অনেক কমে আসার কথা- এটাই আমরা প্রত্যাশা করেছি। একটি রাজনৈতিক দলের সরকারের পতনের পর নতুন যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছেন তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়নি। দেশে একটি চক্রই তৈরি হয়েছে যারা অপরাধটি তার আয়-উপাজর্নের উৎস মনে করছে।
তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই বলছেন তারা এখনো পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। দেশে সামান্যতম পরিস্থিতি তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যতই আলোচনা-সমালোচনা করি না কেন, তাদের ওপরই নির্ভর করতে হয়। সেই নির্ভরতার জায়গা থেকে তাদের যে জুলাই বিপ্লবের পরে পূর্ব-প্রস্তুতি, অবস্থান-মর্যাদা, নৈতিক মনোবল বা সংকটকে দূরীভূত করার প্রস্তুতি বা এই অবস্থা থেকে পুনরুদ্ধার করার জন্য যে ব্যবস্থা, মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায়ের যে সমন্বয়টা এই জায়গাতে ঘাটতি রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মুনীরুজ্জামান বলেন, যখনই সরকারি অস্ত্র বা অন্য কোনো সরঞ্জাম হারিয়ে যায় তখন আর সেটি ফেরত পাওয়া যায় না। সেগুলো ভুল হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নিরাপত্তার জন্য বড় শঙ্কা তৈরি করে। এগুলো আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি থাকবে। আর যতদিন পর্যন্ত সেগুলো উদ্ধার করা না যাবে সেই ঝুঁকি থেকে যাবে। অস্ত্র উদ্ধারে যে অভিযান চালানো হয়েছিল, সেটিতে পুরোপুরি অস্ত্র উদ্ধার করতে পারেনি। তাই আরও জোরদার অভিযান চালাতে হবে।
ভোরের আকাশ/এসএইচ