ছবি: সংগৃহীত
দক্ষিণীদের অনেকেই জায়গা করে নিয়েছেন বলিউডে। হয়েছেন ডাকসাইটে তারকা। হেমা মালিনী, রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা ও শ্রীদেবী আছেন এ তালিকায়। চিরসবুজ অভিনেত্রী রেখার মা পুষ্পাবল্লিও আছেন এ তালিকায়।
যিনি বিয়ের আগেই হয়েছিলেন দুই সন্তানের মা।
১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় পথচলা শুরু হয় পুষ্পাবল্লির। এরপর একাধিক হিট ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।
১৯৪০ সালে তিনি বিয়ে করেন কিন্তু ছয় বছরের মাথায় দাম্পত্য জীবন কঠিন হয়ে ওঠে। স্বামীকে ছেড়ে আলাদা জীবনযাপন শুরু করেন। এরপর সম্পর্কে জড়ান ‘মিস মালিনি’ ছবির নায়ক জেমিনি গণেশনের সঙ্গে।
জেমিনির ঘরেই জন্ম রেখা ও তার বোনের। তবে দুই সন্তানের জন্ম হলেও জেমিনি কখনও স্ত্রীর মর্যাদা দেননি পুষ্পাবল্লিকে। তবে অভিনেত্রী জেমিনিকেই সঙ্গী মেনে কাটান বাকি জীবন। ১৯৯১ সালে মৃত্যু হয় এ অভিনেত্রীর।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন।গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি। পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?” ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।”পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। ভোরের আকাশ/মো.আ.
দক্ষিণীদের অনেকেই জায়গা করে নিয়েছেন বলিউডে। হয়েছেন ডাকসাইটে তারকা। হেমা মালিনী, রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা ও শ্রীদেবী আছেন এ তালিকায়। চিরসবুজ অভিনেত্রী রেখার মা পুষ্পাবল্লিও আছেন এ তালিকায়।যিনি বিয়ের আগেই হয়েছিলেন দুই সন্তানের মা।১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় পথচলা শুরু হয় পুষ্পাবল্লির। এরপর একাধিক হিট ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।১৯৪০ সালে তিনি বিয়ে করেন কিন্তু ছয় বছরের মাথায় দাম্পত্য জীবন কঠিন হয়ে ওঠে। স্বামীকে ছেড়ে আলাদা জীবনযাপন শুরু করেন। এরপর সম্পর্কে জড়ান ‘মিস মালিনি’ ছবির নায়ক জেমিনি গণেশনের সঙ্গে।জেমিনির ঘরেই জন্ম রেখা ও তার বোনের। তবে দুই সন্তানের জন্ম হলেও জেমিনি কখনও স্ত্রীর মর্যাদা দেননি পুষ্পাবল্লিকে। তবে অভিনেত্রী জেমিনিকেই সঙ্গী মেনে কাটান বাকি জীবন। ১৯৯১ সালে মৃত্যু হয় এ অভিনেত্রীর।ভোরের আকাশ/মো.আ.
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি মারা যান। একাধিক ভাষায় গান গাওয়া এই শিল্পীর কণ্ঠে অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার সুপারহিট গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ আজও দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটে আছে।প্রিয় শিল্পীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ঢাকার পোলা’ গানটি ভীষণ জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গানটি গায়, নাচে। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের কাছে এটি যেন এক উন্মাদনা।”অনন্ত জলিল আরও জানান, তিনি যেখানেই গেছেন না কেন, দেশ-বিদেশের তরুণ-তরুণীরা তাকে এই গান গাইতে কিংবা নাচ করতে বলেছে। তার ভাষায়, “জুবিন গার্গের কণ্ঠে এই গান আমাকে বিশ্বপরিচিতি এনে দিয়েছে। সবাই জানে, আমার সিনেমার গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, কিন্তু এর গায়ক জুবিন গার্গ—আজ তিনি আর নেই, এটা আমাকে ব্যথিত করছে।”অনন্ত জলিল অকপটে স্বীকার করেন, এই গানই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আর সেই কৃতিত্ব তিনি দিতে চান প্রয়াত শিল্পী জুবিন গার্গকেই।ভোরের আকাশ//হ.র
বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার বিশ্বের অন্যতম ধনী অভিনেতাদের তালিকায় জায়গা করে নিলেন। শুধু তাই নয়, প্রথমবারের মতো তিনি প্রবেশ করেছেন মর্যাদাপূর্ণ ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ অনুযায়ী, শাহরুখ খানের বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার—যা প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি রুপি)। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এ অর্জন তাকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা বানিয়েছে।হুরুন রিপোর্ট জানিয়েছে, সম্পদের দিক থেকে শাহরুখ খান এবার আন্তর্জাতিক অনেক তারকাকেও পেছনে ফেলেছেন। তালিকায় তার পরেই রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।ভারতে অবশ্য এখনো তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন। অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবারের মোট সম্পদ ৭ হাজার ৭৯০ কোটি টাকা নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন হৃতিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।শাহরুখ খানের আয়ের উৎস কেবল চলচ্চিত্রেই সীমাবদ্ধ নয়। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’, একটি ভিএফএক্স স্টুডিও এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স স্পোর্টস’-এর সহ-মালিক। এ ছাড়া মধ্যপ্রাচ্যে তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে, যা তার সম্পদের পরিধি আরও বিস্তৃত করেছে।প্রায় তিন দশকের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু ‘বলিউড বাদশা’ নন, বরং এখন তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতার মর্যাদাও অর্জন করলেন।ভোরের আকাশ // হ.র