বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:০১ এএম
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরীমণি আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনার মধ্যেই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সঞ্চালক রুম্মান রশীদ খানের উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠানে পরীমণি প্রেম, বিয়ে এবং জীবনের নানা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে অকপটে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সঞ্চালক যখন প্রশ্ন করেন—“এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?”—পরীমণি হেসে জবাব দেন, “না।” এরপর সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে বলেন, “জানি না। আসলে আমি নিজেকে সিঙ্গেল বলতে পারি না। সারাক্ষণ মনে হয় আমি প্রেমে আছি, আর এটা খারাপ কিছু নয়।”
বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি জানান, “আমি একবারই বিয়ে করেছি।” তবে শরীফুল রাজের সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুলতেই মজা করে বলেন, “জানি না, ওরা মনে হয় সৎস্বামী—যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”
রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়েটা ভুল ছিল কিনা—এমন প্রশ্নে পরীমণির উত্তর, “না, আমার জীবনে কিছুই ভুল না। সবই একটা অভিজ্ঞতা।”
এরপর আসে বহুদিন ধরে ঘুরে বেড়ানো সেই প্রশ্ন—অভিনয়জীবনের আগে পরীমণি কি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন?
হাস্যোজ্জ্বল মুখে পরীমণি স্বীকার করেন, “হ্যাঁ, উনি আমার সৎস্বামী ছিলেন।” উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইল মারা যান। তখনই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ছবি।
সঞ্চালক শেষে জানতে চান, তিনি ভবিষ্যতে কতবার বিয়ে করতে চান। উত্তরে পরীমণি হেসে বলেন, “আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এক ডজন বিয়ে করার! মজা করে বলতাম, আমি ১২টা বিয়ে করব। কিন্তু এখন বুঝি, মজা করেও কিছু বলা ঠিক না—কারণ সেটাই রিউমারে পরিণত হয়।”
ভোরের আকাশ //হ.র