বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:২৫ এএম
ছবি: সংগৃহীত
অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে নিজের মা হওয়ার খবরটি প্রকাশ্যে এনেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে মিলিতভাবে সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, খুব শিগগিরই তাদের ঘরে আসছে প্রথম সন্তান।
৪২ বছর বয়সে মাতৃত্বের পথে ক্যাটরিনার এই যাত্রা নিয়ে বলিউডজুড়ে এখন অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা। তবে আনন্দের মাঝেই কিছুটা উদ্বেগও কাজ করছে কৌশল পরিবারে। বিষয়টি নিশ্চিত করেছেন ভিকির ভাই সানি কৌশল।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন পোস্টে ক্যাটরিনা ও ভিকি লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে গেছে।”
ছবিতে দেখা যায়, সাদা পোশাকে ক্যাটরিনা— পাশে দাঁড়িয়ে আছেন ভিকি, ভালোবাসায় হাত রেখেছেন স্ত্রীর বেবি বাম্পে। গত বছর থেকেই গুঞ্জন চলছিল ক্যাটরিনার মা হওয়ার।
ভোরের আকাশ//হ.র