ঈদুল ফিতর থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স।
আমাদের ঢাকা শহর ধারন ক্ষমতার বাহিরে বসবাস কোটি মানুষের, অট্টালিকা থেকে মেস, বস্তিতে গাদাগাদি বেচে থাকা ! একজন ক্ষুদ্র মেস ব্যবসায়ি তোতলা কামাল, তার মেসেই এসে উঠতে থাকে বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন প্রফেশনের মানুষ। তাদের চিটারী, বাটপারি,
সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা,পাওয়া-নাপাওয়ার সব গল্প নিয়েই দীর্ঘ ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স।
নাটকটিতে মেস ম্যানেজার হিসেবে অভিনয় সুমন সরকার, বাড়িওয়ালা হিসেবে অভিনয় করেছেন, মাহবুব দাদা ভাই , বিশেষ চরিত্রে দেখা যাবে সিমান্ত কে, অন্যান্য চরিত্রের অভিনয় করেছেন, তানিশা শিলা, জান্নাত, মুন্না অনিক, রিমন সোহেল, খোন্দকার বিপ্লব, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম, আসিফ, কোয়েল শিলা পাল, মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার, শিশু শিল্পি হিসেবে মাষ্টার তিমন, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক, মিজানুর রহমান জাহাঙ্গীর, সহ আরও অনেকে।
নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল। ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে পিয়াল বলেন, আমরা দীর্ঘ ধারাবাহিক হিসেবে ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের সামনে নিয়ে আসবো।
গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত মেকাপ কিংবা প্রপস ব্যবহার করছি না, সম্পুর্ন বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোরাক জোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ধারাবাহিক টি দেখতে পাবেন ঢাকা মডেল এজেন্সি ড্রামা চ্যানেলে।
ডিওপি হিসেবে কাজ করছেন ইরকে মানিক
কারিগরি সহযোগিতায় :ইভেন্ট এশিয়া
প্রোডাশন : ঢাকা মডেল এজেন্সি।
ম্যাগাজিন পাটনার : আনন্দ বিনোদন
সংশ্লিষ্ট
টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা।শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় এসেছে পূর্ণাঙ্গ গান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসেছে ৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি। প্রীতম হাসান গানটি গেয়েছেন, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের।গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী।‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। সেটা হবে কি না, তা হয়তো আরও পরে বোঝা যাবে, তবে মুক্তির পর থেকেই দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে।গানটি দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’। গানটিতে শাকিবের লুক আর নাচ দুর্দান্ত, মন্তব্য করেছেন এক ভক্ত। আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসা করেছেন। ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।ভোরের আকাশ/এসএইচ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খান। আজ তার জন্মদিন। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে অভিনয় করতে এসে নাম বদলে হয়েছেন শাকিব খান। বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা ছিলেন গৃহিণী। এক ভাই ও এক বোন তারা।১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের। তারপর কয়েক বছর কেটে গেলেও ২০০৭ সালে ‘কিং খান’ হিসেবে তারকা খ্যাতি লাভ করা শুরু করেন তিনি। এরপর অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আর এর বাইরে ব্যক্তিজীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে করেছিলেন। দুই নায়িকারই সন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু কারো সঙ্গেই স্থায়ী হয়নি সংসার। বর্তমানে অপু বিশ্বাস-বুবলী দুজনই অতীত শাকিবের কাছে। তাই বলে কী তার ওপর থেকে ভালোবাসা কমেছে সাবেক দুই স্ত্রীর? মোটেও নয়। এ জন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসালেন অপু-বুবলী।শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিনেমার দৃশ্যে দু’জনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান। এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।এদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেন চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন, শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’,‘ সিটি টেরর’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’। এদিকে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’।ভোরের আকাশ/এসএইচ
আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির অপেক্ষায় থাকা দাগি সিনেমাটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। যেখানে কয়েদি বেশে উপস্থিত হন আফরান নিশো। এই সংবাদ সম্মেলনে কয়েদিন পোশাকে হাজির হন অভিনেতা আফরান নিশো। সেখানে আরও উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন, দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠুসহ সিনেমার কলাকুশলীরা।নির্মাতা শিহাব শাহীন বলেন, নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এমন পোশাকে উপস্থিত হওয়ার ব্যাখ্যাও দিলেন এই অভিনেতা। তিনি বলেন, আজ যে পোশাকে হাজির হয়েছি এটা ছিল নিতান্তই ‘দাগি সিনেমার প্রচারের জন্য করা। বাইরের দেশগুলোতেও সিনেমায় ভিন্ন প্রচার দেখা যায়। আজকের বিষয়টি অনেকেই ইতিবাকভাবে, আবার কেউ নেতিবাচকভাবে নপারেন। এটা নির্ভর করে যারা প্রচার মধ্যমের সঙ্গে জড়িত তাদের ওপর। তারা যেভাবে প্রচার চালাবে মানুষের কাছে সেভাবেই পৌঁছাবে।প্রসঙ্গত, ‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।ভোরের আকাশ/এসএইচ
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মুম্বাইয়ের রাস্তায় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মেরেছে তার গাড়িতে।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ মার্চ) ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ।সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।ভোরের আকাশ/এসএইচ
ঈদুল ফিতর থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স।
আমাদের ঢাকা শহর ধারন ক্ষমতার বাহিরে বসবাস কোটি মানুষের, অট্টালিকা থেকে মেস, বস্তিতে গাদাগাদি বেচে থাকা ! একজন ক্ষুদ্র মেস ব্যবসায়ি তোতলা কামাল, তার মেসেই এসে উঠতে থাকে বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন প্রফেশনের মানুষ। তাদের চিটারী, বাটপারি,
সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা,পাওয়া-নাপাওয়ার সব গল্প নিয়েই দীর্ঘ ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স।
নাটকটিতে মেস ম্যানেজার হিসেবে অভিনয় সুমন সরকার, বাড়িওয়ালা হিসেবে অভিনয় করেছেন, মাহবুব দাদা ভাই , বিশেষ চরিত্রে দেখা যাবে সিমান্ত কে, অন্যান্য চরিত্রের অভিনয় করেছেন, তানিশা শিলা, জান্নাত, মুন্না অনিক, রিমন সোহেল, খোন্দকার বিপ্লব, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম, আসিফ, কোয়েল শিলা পাল, মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার, শিশু শিল্পি হিসেবে মাষ্টার তিমন, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক, মিজানুর রহমান জাহাঙ্গীর, সহ আরও অনেকে।
নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল। ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে পিয়াল বলেন, আমরা দীর্ঘ ধারাবাহিক হিসেবে ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের সামনে নিয়ে আসবো।
গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত মেকাপ কিংবা প্রপস ব্যবহার করছি না, সম্পুর্ন বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোরাক জোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ধারাবাহিক টি দেখতে পাবেন ঢাকা মডেল এজেন্সি ড্রামা চ্যানেলে।
ডিওপি হিসেবে কাজ করছেন ইরকে মানিক
কারিগরি সহযোগিতায় :ইভেন্ট এশিয়া
প্রোডাশন : ঢাকা মডেল এজেন্সি।
ম্যাগাজিন পাটনার : আনন্দ বিনোদন
সংশ্লিষ্ট
টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা।শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় এসেছে পূর্ণাঙ্গ গান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসেছে ৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি। প্রীতম হাসান গানটি গেয়েছেন, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের।গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী।‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। সেটা হবে কি না, তা হয়তো আরও পরে বোঝা যাবে, তবে মুক্তির পর থেকেই দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে।গানটি দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’। গানটিতে শাকিবের লুক আর নাচ দুর্দান্ত, মন্তব্য করেছেন এক ভক্ত। আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসা করেছেন। ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।ভোরের আকাশ/এসএইচ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খান। আজ তার জন্মদিন। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে অভিনয় করতে এসে নাম বদলে হয়েছেন শাকিব খান। বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা ছিলেন গৃহিণী। এক ভাই ও এক বোন তারা।১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের। তারপর কয়েক বছর কেটে গেলেও ২০০৭ সালে ‘কিং খান’ হিসেবে তারকা খ্যাতি লাভ করা শুরু করেন তিনি। এরপর অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আর এর বাইরে ব্যক্তিজীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে করেছিলেন। দুই নায়িকারই সন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু কারো সঙ্গেই স্থায়ী হয়নি সংসার। বর্তমানে অপু বিশ্বাস-বুবলী দুজনই অতীত শাকিবের কাছে। তাই বলে কী তার ওপর থেকে ভালোবাসা কমেছে সাবেক দুই স্ত্রীর? মোটেও নয়। এ জন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসালেন অপু-বুবলী।শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিনেমার দৃশ্যে দু’জনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান। এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।এদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেন চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন, শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’,‘ সিটি টেরর’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’। এদিকে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’।ভোরের আকাশ/এসএইচ
আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির অপেক্ষায় থাকা দাগি সিনেমাটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। যেখানে কয়েদি বেশে উপস্থিত হন আফরান নিশো। এই সংবাদ সম্মেলনে কয়েদিন পোশাকে হাজির হন অভিনেতা আফরান নিশো। সেখানে আরও উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন, দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠুসহ সিনেমার কলাকুশলীরা।নির্মাতা শিহাব শাহীন বলেন, নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এমন পোশাকে উপস্থিত হওয়ার ব্যাখ্যাও দিলেন এই অভিনেতা। তিনি বলেন, আজ যে পোশাকে হাজির হয়েছি এটা ছিল নিতান্তই ‘দাগি সিনেমার প্রচারের জন্য করা। বাইরের দেশগুলোতেও সিনেমায় ভিন্ন প্রচার দেখা যায়। আজকের বিষয়টি অনেকেই ইতিবাকভাবে, আবার কেউ নেতিবাচকভাবে নপারেন। এটা নির্ভর করে যারা প্রচার মধ্যমের সঙ্গে জড়িত তাদের ওপর। তারা যেভাবে প্রচার চালাবে মানুষের কাছে সেভাবেই পৌঁছাবে।প্রসঙ্গত, ‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।ভোরের আকাশ/এসএইচ
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মুম্বাইয়ের রাস্তায় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মেরেছে তার গাড়িতে।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ মার্চ) ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ।সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।ভোরের আকাশ/এসএইচ
মন্তব্য করুন