× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি গুরুর জন্মদিনে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১০:৩৭ পিএম

কবি গুরুর জন্মদিনে নানা আয়োজন

কবি গুরুর জন্মদিনে নানা আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (৮ মে)। বাঙালির প্রাণে উচ্ছ্বসিত আবেগে নানাভাবে জড়িয়ে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি এসেছে সরকারি ও বেসরকারি পর্যায়ে।

১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।

বাংলা ভাষাকে বিশ্ব অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়া এই কবির স্থান বাঙালির চিন্তায়-মননে, আনন্দের পাশাপাশি বিষাদেও। বাংলাদেশের জাতীয় সংগীতও তারই সৃষ্টি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক।

গান-নাটক-আবৃত্তি, বক্তৃতা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন হবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর, খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক।

এ বছর রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠান হবে কুষ্টিয়ার শিলাইদহে। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেবেন গবেষক অধ্যাপক মনসুর মুসা।

২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার দিয়ে আসছে। প্রতি বছর দুজনকে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। সঙ্গে দেওয়া হয় সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।

বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার বিকেল ৪টায় একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে হবে এ অনুষ্ঠান।

এতে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। একক বক্তৃতা দেবেন গবেষক ও সাহিত্য সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সরকারি আয়োজন তিন দিনের। কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর, খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদ্যাপিত হবে।

বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার রচিত সঙ্গীত, কবিতা ও গদ্য জড়িয়ে আছে বাঙালির সত্তায়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে এটিই একমাত্র নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের লেখা গান ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করবে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এই উৎসব শুরু হবে। উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি।

অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

তিনি বলেছেন, আয়োজন শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।

রবীন্দ্রসাহিত্যের গবেষণায় ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না পাচ্ছেন বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি তাদের নাম ঘোষণা করেছে।

রবীন্দ্রজয়ন্তীতে নাট্যসংগঠন স্বপ্নদল দুটি নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে।

স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘হেলেন কেলার’।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাসী এক নারীর সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে নাটকের ঘটনাপ্রবাহ। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এছাড়া বৃহস্পতিবার রাত ১১টায় বাংলাদেশ টেলিভিশন স্বপ্নদল প্রযোজিত ‘চিত্রাঙ্গদা’ নাটকটি প্রচার করবে বলেও জানান জাহিদ রিপন। ‘চিত্রাঙ্গদা’ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্বকবির ওপর নির্মিত ডকুমেন্টারি ও চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করবে।

বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।

এছাড়া ঢাকায় বিভিন্ন সড়কদ্বীপ ও সকল জেলায় বিশ্বকবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে। বাংলাদেশের বিভিন্ন বৈদেশিক দূতাবাসেও দিবসটি যথাযথভাবে উদ্যাপন করা হবে।

দিবসটি পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ৬০০ স্মরণিকা ও ২০ হাজার পোস্টার মুদ্রণ করা হবে।

জেলা প্রশাসকরা স্থানীয় রবীন্দ্র গবেষক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজনের সহযোগিতায় কমিটি গঠন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করবেন। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 কমেছে সবজির দাম, উত্তাপ মাছের বাজারে

কমেছে সবজির দাম, উত্তাপ মাছের বাজারে

 রাজস্থান-পাঞ্জাব সীমান্তে ভারতের বাড়তি সতর্কতা জারি; মিসাইল প্রস্তুত

রাজস্থান-পাঞ্জাব সীমান্তে ভারতের বাড়তি সতর্কতা জারি; মিসাইল প্রস্তুত

 মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

সংশ্লিষ্ট

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া

শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া

কবি গুরুর জন্মদিনে নানা আয়োজন

কবি গুরুর জন্মদিনে নানা আয়োজন

ভয়ংকর খেলা খেলতে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি

ভয়ংকর খেলা খেলতে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি