× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টান্টম্যান মনিরের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াল ‘তাণ্ডব’ টিম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৫ ০১:৫৯ এএম

স্টান্টম্যান মনিরের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াল ‘তাণ্ডব’ টিম

স্টান্টম্যান মনিরের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াল ‘তাণ্ডব’ টিম

ঢাকাই চলচ্চিত্রে শুটিং চলাকালীন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন স্টান্টম্যান মনির হোসেন। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় তিনি জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন।

পরিচালক রায়হান রাফী গণমাধ্যমকে জানান, শুটিং সেটে কাজ চলাকালে হঠাৎ মনিরের মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখা দেয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

স্টান্টম্যান মনিরের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি শুটিং সেটে কর্মরতদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জীবন বীমা সংক্রান্ত প্রশ্ন উঠে আসে নানা মহলে।

এই প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের মতোই শুটিং করছিলাম, হঠাৎ করে আমাদের পরিবারের একজন হারিয়ে গেল। আমরা ইতোমধ্যে মনিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছি।”

তিনি আরও জানান, “ঢাকায় ফিরে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে শুধু স্টান্টম্যান নয়, শুটিং ইউনিটের প্রতিটি সদস্য—প্রোডাকশন বয়, লাইটম্যান—সবাই যেন নিরাপদে কাজ করতে পারেন, সে ব্যবস্থা করার চেষ্টা করবো।”

রায়হান রাফীর মতে, “আমাদের দেশে শুটিংয়ের সময় কারো কোনো নিরাপত্তা নিশ্চিত করা হয় না। একজন চাকরিজীবী অবসর নিলে যেমন পেনশন পায়, আমাদের এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। এই সংস্কৃতি বদলাতে হবে।”

পরিচালক আরও জানান, ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাকিব খান, শিবা সানু এবং সংশ্লিষ্ট অন্যান্যরা বিষয়টি নিয়ে আলোচনায় রয়েছেন এবং সব পক্ষ মিলে একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে কাজ করছেন।

মনির হোসেন দীর্ঘদিন ধরে সিনেমায় নায়ক-নায়িকাদের বিপজ্জনক দৃশ্যে নিরাপত্তা নিশ্চিত করতে নিঃশব্দে কাজ করে যাচ্ছিলেন। পর্দার আড়ালে তার এই দুঃসাহসিক অবদান আজ আবারও আলোচনায় এসেছে, তবে তা এক বেদনাবিধুর ঘটনার প্রেক্ষিতে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা

পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা

 যমুনার সামনে এনসিপির অবস্থান, নেতৃত্বে নাহিদ-আখতার

যমুনার সামনে এনসিপির অবস্থান, নেতৃত্বে নাহিদ-আখতার

 আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা

আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা

সংশ্লিষ্ট

আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

স্টান্টম্যান মনিরের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াল ‘তাণ্ডব’ টিম

স্টান্টম্যান মনিরের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াল ‘তাণ্ডব’ টিম

প্রতিটি সুপারস্টারকে মেনে চলতে হয়

প্রতিটি সুপারস্টারকে মেনে চলতে হয়

বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট

বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট