সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৩:২৬ পিএম
মঞ্চস্থ হলো থিয়েটার বাংলার নাটক "তক্ষক"
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দ্বিতীয় দিনে থিয়েটার বাংলা, সিলেট তাদের "তক্ষক" নাটকটি কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ করে আজ বুধবার।
নাটকের মহারাজ পরিক্ষিৎ চরিত্রে অভিনয় করেন জয়ন্ত কুমার দাস, তন্ত্রীপাল চরিত্রে মুর্শেদ তালুকদার, ঋষি শমিক চরিত্রে মোঃ তাজুদ মিয়া কামালী ও ঋষিপু্ত্র শৃঙ্গীর চরিত্রে গোপাল সূত্রধর। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র ও নির্দেশনা দিয়েছেন অপু কুমার সেনাপতি।
জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেকেই তা ভুলে যাই। ক্ষমতার অহংকার আমাদের এই অনিবার্য সত্যকে ভুলিয়ে দেয়। অথচ জীবন মৃত্যু একই রুপ। তারা একই দেহে লীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে এগোতে হয়। কেউ বা পরাজিত হই কেউ হয় জয়ী। কিন্তু এরই মধ্যে আমরা জীবনকে উপভোগ করতে ভুলে যাই। তাই আমাদের প্রতি মূহুর্তে সকল প্রতিবন্ধকতাকে পরাজিত করে আমাদের জীবনকে উপভোগ করতে হবে। সেটি এমনও হতে পারে আমাদের জীবন বা আমাদের বেচেঁ থাকার সময়সীমা সীমিত হয়ে পড়ে। হয়তো একমাস বা একবছর বা আরো কম-বেশী সেক্ষেত্রে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমাকে বাচঁতে হবে বিরাট হয়ে। একটা দিন হবে একেকটা যুগের মতো। এই উপলব্ধি দর্শক মনে সৃষ্টি করাটাই এই নাটকের মূল উদ্দেশ্য।
মঞ্চায়ন শেষে সম্মিলিত নাট্য পরিষদ থিয়েটার বাংলার সকলেট হাতে তুলে দেন সম্মাননা। নাট্য প্রদর্শনীকে উপভোগ করতে নানা বয়সের দর্শকের উপস্থিতিতে জমে উঠেছে নাট্যাঙ্গন। প্রতিদিন নতুন কোন নাটক দেখতে অডিটোরিয়াম প্রাঙ্গণে নাট্যমোদী দর্শকের উপস্থিতি উজ্জীবিত করছে আয়োজকদের।
ভোরের আকাশ/এসএইচ