আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম। এ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।
সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। পরে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।
তিনি বলেন, ‘পুলসিরাত’ নামেই আমরা অনুদান পেয়েছিলাম। গল্পে ইসলামিক কিছু নেই। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।’
দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে।
নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম। এ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। পরে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।তিনি বলেন, ‘পুলসিরাত’ নামেই আমরা অনুদান পেয়েছিলাম। গল্পে ইসলামিক কিছু নেই। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।’দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে।নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’। ভোরের আকাশ/এসআই
সাংস্কৃতিক সংগঠন শিল্পীমঞ্চ সম্প্রতি আয়োজন করেছিল এক অপূর্ব সাহিত্য ও সংগীত সন্ধ্যার—"এই বৈশাখে"। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তির যুগলবন্দী উপভোগ করেন উপস্থিত শ্রোতারা।অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের আহ্বায়ক শওকত হোসেন-এর স্বাগত বক্তব্য দিয়ে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ, যিনি পরিপাটি ও আবেগঘন উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।প্রথমেই পরিবেশিত হয় সমবেত সংগীত, যেখানে শিল্পীমঞ্চের নিয়মিত শিল্পীরা কণ্ঠে তোলেন "আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়" ও "পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়"—এই দুই জনপ্রিয় গান। গান দুটি শ্রোতাদের মনে জাগিয়ে তোলে মুগ্ধতা আর হৃদয়ছোঁয়া আবেগ।এরপর মঞ্চে একে একে আবৃত্তি পরিবেশন করেন রেজিনা, বাবলী ও কামরুন নাহার। সংগীত পরিবেশন করেন মোঃ ফারুক, শেখ ইমন, অরুনিমা ইসলাম, শওকত হোসেন, লুৎফুন্নেসা মেহেক, উত্তম ও হাসান মাহমুদ। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল উত্তম ও তার কন্যা অন্তরা-র যুগল পরিবেশনা "আয় খুকু আয়"—যা শ্রোতাদের মধ্যে স্মৃতিকাতর আবেগের সৃষ্টি করে।উল্লেখ্য, শিল্পীমঞ্চ প্রতি দুই মাস অন্তর ঋতু বরণ উপলক্ষে এমনই শিল্প-সাহিত্যের আয়োজন করে থাকে, যেখানে আবৃত্তি ও সংগীতের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।এই আয়োজনটি নিঃসন্দেহে ছিল এক মননশীল ও আবেগঘন সন্ধ্যা, যেখানে কবিতা ও গানে একাকার হয়ে উঠেছিল বাংলা নববর্ষের উচ্ছ্বাস।ভোরের আকাশ/মি
দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।এদিকে কয়েকজন অভিনেত্রীর দিকে সেই অভিযোগের তীর উঠেছে। অভিযুক্তরা হলেন―মারিয়া মিম, সিনথিয়া ইসলাম, শাম্মি ইসলাম নীলা। অশ্লীল ড্রেস পরে ফিগার দেখানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।এর আগে গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর টুর্নামেন্টের পর্দা নামে মঙ্গলবার (১৩ মে)। এ আসরে জয় লাভ করেছে গিগাবাইট টাইটানস। দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরী প্রমুখ।টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল। দলগুলো হচ্ছে- গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। বল-ব্যাট হতে খেলেছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, কর্নিয়া, আরেফিন রুমি, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, তাসনুভা তিশা, সাজ্জাদ খান সান, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশা প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য। সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন, শিগগিরই আসছে সিজন ৫-এর ফার্স্ট লুক।মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন প্রচারিত হয়, যার প্রতিটি পর্বেই দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া। ২০২২ সালের শেষ দিকে সিজন ৪-এর সম্প্রচার শেষ হওয়ার পর থেকেই নতুন সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যেত ভক্তদের মন্তব্য—“কবে আসছে ব্যাচেলর পয়েন্ট?”অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতার ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে। সিজন ৫-এ আগের চরিত্রগুলোর পাশাপাশি নতুন চমকও থাকছে বলে আভাস দিয়েছেন নির্মাতা।এখন দেখার পালা—নতুন সিজনে কতটা হাসি-কান্না ও মজা অপেক্ষা করছে দর্শকদের জন্য। ভোরের আকাশ/হ.র