ঈদে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

ঈদে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ দিন আগে

আপডেট : ১ ঘন্টা আগে

ঈদে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

ঈদে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

দেশের মানুষের ঈদ বিনোদনের জনপ্রিয় মাধ্যম সিনেমা। ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে সিনেমা দেখতে যান অনেকে। আর এক্ষেত্রে শহরের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পৌঁছে গেছে আধুনিক মানের এই প্রেক্ষাগৃহ। দর্শক চাহিদা বিবেচনায় এর সম্প্রসারণ কাজ চলছে ধারাবাহিকভাবে।

এবার ঢাকায় চালু হতে যাচ্ছে আরও একটি শাখা। বিমানবন্দর সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিংমলে’ নির্মিত হয়েছে এই শাখা। দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে আসন্ন ঈদের দিন এটি চালু হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শক এখানে সিনেমা দেখতে পারবেন। আশা করা হচ্ছে, বিমানবন্দরের আশপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল।

নতুন শাখায় চারটি হল থাকবে, যার মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দু’টি প্রিমিয়াম হল রয়েছে। হলগুলোর আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ এবং ৩৩১টি। স্টার সিনেপ্লেক্সের এই নতুন শাখাটি আধুনিক প্রযুক্তি, উন্নত সাউন্ড সিস্টেম এবং জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সুবিধা নিয়ে নির্মিত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বমানের প্রযুক্তি এবং রুচিসম্মত পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। যার ফলে দিনে দিনে এর পরিধি বেড়ে চলেছে। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারেও স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। দর্শকদের সুবিধার্থে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শাকিবের সঙ্গে আবেদনময়ী নুসরাতের ‘চাঁদ মামা’

শাকিবের সঙ্গে আবেদনময়ী নুসরাতের ‘চাঁদ মামা’

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

মন্তব্য করুন