সিনেপ্লেক্সে টিকিটের দাম লাগামহীন নেই সরকারের নজরদারি

সিনেপ্লেক্সে টিকিটের দাম লাগামহীন নেই সরকারের নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ সপ্তাহ আগে

আপডেট : ৯ ঘন্টা আগে

সিনেপ্লেক্সে টিকিটের দাম লাগামহীন নেই সরকারের নজরদারি

সিনেপ্লেক্সে টিকিটের দাম লাগামহীন নেই সরকারের নজরদারি

ইমরুল শাহেদ: চলচ্চিত্র ব্যবসায়ীদের অভিযোগ, দর্শকের কাছ থেকে নিজেদের মতো করে লাগামহীনভাবে টিটিকেটের দাম বাড়িয়ে অর্থ আদায় করছেন প্রদর্শকরা। এক্ষেত্রে তারা কেবল নিজেদের কথাই ভাবেন। প্রযোজক পরিবেশক অর্থাৎ যারা ছবি নির্মাণ করেন দর্শকের পাশাপাশি তাদেরকেও বঞ্চিত করতে পারলে তারা খুশি থাকেন। মাল্টিপ্লেক্স প্রদর্শকরা টিকিটের দাম যা নির্ধারণ করেন তার থেকে কত শতাংশ প্রযোজক পরিবেশক পান তা লক্ষ্য করার মতো একটা বিষয়। সিঙ্গেল স্ক্রিনে একটি টিকিটের দাম হয় ৬০ থেকে ১০০ টাকা। সিনেপ্লেক্সগুলোতে টিকিটের দাম ৩৫০ টাকা থেকে ৫০০-৬০০ টাকা পর্যন্ত। সিনেমা হলের পরিবেশ পরিস্থিতি অনুধাবন করে কেউ যদি পরিবার নিয়ে সিনেমা হলে যান তাহলে তাকে অনেক টাকা ব্যয় করতে হয়। এজন্য অনেকে বলে থাকেন, প্রত্যেকের হাতেই এখন বিনোদনের যন্ত্র রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে হেন বিনোদন নেই যা উপভোগ করা যায় না। সুতরাং চার সদস্যের একটি পরিবার কেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ব্যয় করে সিনেমা হলে ছবি দেখতে যাবেন। ব্যাপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো আর কি। প্রশ্ন হচ্ছে বিনোদন কখনো এককভাবে উপভোগ করার বিষয় নয়। বিনোদন আদি থেকেই সমষ্টিগতভাবে উপভোগ করার বিষয়। সিনেমা টিকিটের দাম আকাশচুম্বী হওয়ায় অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও সিনেমা হলে যান না। এভাবে সিনেমা বিনোদন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন দর্শক। 
লক্ষ্যণীয় বিষয় হলো সিনেমা হল মালিক তথা প্রদর্শকরা দর্শকের কাছ থেকে যে অর্থ আদায় করেন তার কত শতাংশ পান ছবির মালিক অর্থাৎ যিনি ছবিটি নির্মাণ করেছেন। এ বিষয়টি অবশ্য সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারা প্রযোজকের কাছ থেকে দফারফা করেই ছবি প্রদর্শন করে থাকেন। সিনেপ্লেক্সের ক্ষেত্রেই হচ্ছে হিস্যার ঝামেলা। সিনেপ্লেক্সে যে দামে দর্শকের কাছে টিকিট বিক্রি হয় তার মাত্র ২০ শতাংশ পান ছবির মালিক। অর্থাৎ টিকিটের দাম যদি হয় ৫০০ টাকা, প্রযোজক পান একশ’ টাকা। অবশিষ্ট ৪০০ টাকা পান হল মালিক। তারা বিভিন্ন খাত দেখিয়ে টাকাটা রাখেন। তার মধ্যে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ, পৌরসভা কর, প্রমোদকর, ভ্যাট ইত্যাদি। এছাড়া টিকিটে দেওয়া থাকে বেশ কিছু শর্তও। প্রযোজকদের হিস্যা নিয়ে বেশ ক’বারই সিনেপ্লক্সে কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। যেহেতু লগ্নীকারকরা বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পান না, সেহেতু এই শিল্পে বিনিয়োগ করতে কেউ এগিয়েও আসেন না।
এসব কারণে সিনেমা শিল্প দিন দিন রুগ্ন হতে হতে এখন প্রায় শবদেহে পরিণত হয়েছে। সরকার চাইলে এই পরিস্থিতি থেকে সিনেমা শিল্পকে পরিত্রাণ দিতে পারে। সিনেমা হলকে লাইসেন্স দাতা ও প্রমোদকর সংগ্রাহক হিসেবে সিনেমা শিল্পের সঙ্গে সরকারের একটা অংশীদারিত্ব রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি নজরদারি এখানে বাড়াতে হবে। সামাজিক পরিস্থিতি এবং মানুষের আর্থিক সক্ষমতার প্রতি নজর রেখে সরকার টিকিটের একটা মূল্য নির্ধারণ করে দিতে পারে। 
উল্লেখ করার বিষয় হলো, মাত্র কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকার সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সের জন্য ২০০ রুপি করে টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে। তাদের লক্ষ্য দর্শককে সিনেমা হলে ধরে রাখা। দক্ষিণ ভারতে সিনেমার টিকিটের দাম বাড়ানোর অনুমতি নেই। সেখানে রাজ্য সরকার টিকিটের দাম নির্দিষ্ট রাখে। ফলে দর্শক বেশি হয়। তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্য দক্ষিণী রাজ্যগুলোয় টিকিটের দাম সরকার নির্ধারিত। চেন্নাইয়ের মাল্টিপ্লেক্সগুলোয় সর্বোচ্চ দর্শক উপস্থিত হয়, কারণ টিকিটের দাম সর্বোচ্চ ১৯০ রুপির মধ্যে থাকে। কম দামের কারণে হলগুলোয় দর্শক বেশি আসে, খাবার-পানীয়র বিক্রিও বাড়ে। আর শেষ পর্যন্ত এটি প্রযোজক, পরিবেশক ও হল মালিক সবার জন্যই লাভজনক। ভারতের মারাঠা মন্দির সিনেমা হলের নির্বাহী পরিচালক মনোজ দেশাই বলছেন, ক’দিন আগে ‘পুষ্পা-২’ মুক্তির দিনে ছয়টি হলে ১৮টি শো চলেছে এবং সবগুলো হাউজফুল ছিল। আমরা টিকিটের দাম ১৩০-১৫০ রুপি রেখেছিলাম, যাতে সিনেমা হল খালি না থাকে। 
মহামারি ও লকডাউনের পর থেকে বিশ্ব জুড়েই সিনেমা হলগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যবসা না হওয়ায় বন্ধ হয়ে গেছে অনেক হল। তবে ২০২৪ সালের শেষ দিকে পরিস্থিতি কিছুটা বদলে যায় এবং মানুষ আবার কিছুটা সিনেমা হলমুখী হয়। তবে মহামারিকালে আধিপত্য বিস্তার করেছে ওটিটি প্ল্যাটফর্ম। সেটাও এখন ম্রীয়মান। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে সরকারি নজরদারি শুধু নয়, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে সরকারি হস্তক্ষেপ আশা করছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা। 
 

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শাকিবের সঙ্গে আবেদনময়ী নুসরাতের ‘চাঁদ মামা’

শাকিবের সঙ্গে আবেদনময়ী নুসরাতের ‘চাঁদ মামা’

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

মন্তব্য করুন