আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০১:২৭ এএম
সীমান্ত সুরক্ষায় মনোযোগ দিন, দাঙ্গায় নয়: মোদিকে মমতা
জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, “সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বদলে সীমান্ত সুরক্ষার দিকে মনোযোগ দিন।”
সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে সংবাদ সম্মেলনে মমতা বলেন, “বিজেপি হচ্ছে ‘ছুপা রুস্তম’, যারা সবসময় দেশকে বিভক্ত করার চেষ্টা করে।” তিনি আরও বলেন, “আমি এ ধরনের ‘অ্যাকটিং প্রধানমন্ত্রী’ আগে দেখিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো দেশকে ঐক্যবদ্ধ রাখা, বিভাজন সৃষ্টি করা নয়।”
সম্প্রতি ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সহিংসতার জন্য কেন্দ্রীয় সরকার, বিএসএফ ও বিজেপিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। ওই ঘটনায় প্রাণ হারান ৩ জন এবং বহু মানুষ ঘরছাড়া হন।
বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “যদি তারা গুলি না চালাত, তবে পরদিনের ঘটনা ঘটত না। আমি বিশ্বাস করি, সবকিছু পরিকল্পিতভাবে করা হয়েছে।”
তিনি জানান, সহিংসতার পেছনের ষড়যন্ত্রের বেশিরভাগটাই তিনি উন্মোচন করেছেন এবং যথাসময়ে তা মিডিয়ার সামনে প্রকাশ করবেন। পাশাপাশি সংবাদমাধ্যমকেও সত্য তুলে ধরার আহ্বান জানান।
ভেরের আকাশ//হ.র