আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০১:২৩ এএম
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফা ও তেল আবিবে আঘাত
ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি আবাসিক ভবনে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা।
রবিবার (১৫ জুন) রাতে হাইফা শহরে এই হামলা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরটির আকাশে বিস্ফোরণের দৃশ্য তাদের ক্যামেরায় ধরা পড়ে এবং আকাশ থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানায়, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।
ইসরায়েলের ফায়ার ও রেসকিউ সার্ভিস নিশ্চিত করেছে যে, মিসাইলটি সরাসরি ভবনে আঘাত করেছে। তারা জানিয়েছে, জরুরি সেবা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এর আগে, ইরান একযোগে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েক ডজন মিসাইল নিক্ষেপ করে। তবে এই হামলায় হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরে সরাসরি আঘাত নতুন মাত্রার উদ্বেগ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে এই হামলা দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র