ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৬:৫৯ পিএম
পুতিনের সঙ্গে একান্ত আলোচনায় শি
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (৮ মে) ক্রেমলিনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু শি-পুতিনের মধ্যকার একান্ত আলোচনা নয়, বরং দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ ও বিস্তৃত বৈঠকও অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে থাকবে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া-মার্কিন সম্পর্ক, বিশ্ব রাজনীতির চলমান টানাপোড়েন এবং পারস্পরিক কৌশলগত সহযোগিতার দিকনির্দেশনা।
ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, শি-পুতিন বৈঠক দুই দেশের মধ্যকার ‘অবিচ্ছেদ্য মৈত্রীর’ প্রতীক। এই সফর কেবল রাজনৈতিক নয়, বরং প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিজয় দিবস’ উদযাপনে অংশ নিতে যাচ্ছেন শি জিনপিং। ৯ মে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যা সোভিয়েত উত্তরাধিকার রাশিয়া ও প্রাচীন মিত্র চীনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা বহন করে।
চলতি বছরের শুরু থেকেই দুই নেতার মধ্যে বেশ ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে। জানুয়ারিতে তারা এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন এবং ফেব্রুয়ারির শেষে একবার টেলিফোনে কথা বলেন।
এবার সরাসরি মুখোমুখি এই বৈঠক দুই দেশের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে নতুন মাত্রা আনতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিশ্ব রাজনীতিতে পশ্চিমা নেতৃত্বাধীন শিবিরের প্রভাব মোকাবিলায় রাশিয়া-চীন জোট আরও সংগঠিত হবে কি না, তা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ বাড়ছে।
ভোরের আকাশ/আমর