আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ০১:১৭ এএম
ক্যাসিনোতে বন্দুকধারীর তাণ্ডব, পুলিশের সিনেমা স্টাইল অভিযানে গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের অন্যতম বৃহৎ ক্যাসিনো গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের বাইরে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বন্দুকধারী প্রথমে হোটেল-ক্যাসিনোর ভ্যালেট পার্কিং এলাকায় গিয়ে একদল লোকের দিকে বন্দুক তাক করেন। যদিও শুরুতে তার অস্ত্রটি জ্যাম হয়ে যায়, সে দ্রুত তা সচল করে গুলি ছোড়ে। এরপর তিনি পার্কিং লট দিয়ে হেঁটে এগোতে থাকেন এবং একজন সশস্ত্র নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
সন্দেহভাজনের বিরুদ্ধে পুলিশি পাল্টা অভিযান
পুলিশ জানায়, নিরাপত্তারক্ষী পাল্টা গুলি ছোড়েন, কিন্তু বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। কিছুক্ষণ পর তিনি চলন্ত একটি গাড়ির চালককে লক্ষ্য করে গুলি ছুড়লে ওই চালক ঘটনাস্থলেই নিহত হন। হামলার মাত্র তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বন্দুকধারীকে ঘিরে ফেলে।
রেনো পুলিশের নেতৃত্বে চালানো অভিযানে সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে আহত হন এবং পরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানায়, তার কাছে একাধিক ম্যাগাজিন ছিল এবং তিনি রেনো পুলিশের একটি টহল গাড়ির দিকেও গুলি ছুড়েছিলেন।
স্পার্কস শহরের পুলিশ প্রধান ক্রিস ক্রাফোর্থ বলেন, আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, একজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তিনি আরও জানান, সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তার অবস্থাও গুরুতর এবং তিনি চিকিৎসাধীন আছেন।
রেনোর মেয়র হিলারি শিভ বলেন, “অবিশ্বাস্য দ্রুততায় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা নিয়েছেন। এতে সন্দেহভাজন ব্যক্তি ক্যাসিনোর ভেতরে ঢুকে আরও বড় ক্ষতি করার আগেই থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে।”
এখনও হামলার মোটিভ পরিষ্কার নয়। পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের কারও সঙ্গে পরিচিত ছিলেন কি না, কিংবা তিনি ক্যাসিনোর অতিথি বা কর্মচারী ছিলেন কি না, সেটিও নিশ্চিত নয়।
উল্লেখ্য, গ্র্যান্ড সিয়েরা রিসোর্টে ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে কনসার্ট, ক্রীড়া অনুষ্ঠান এবং ডোনাল্ড ট্রাম্পের একটি প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। রেনো শহরটি ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে, লেক তাহোর উত্তরে অবস্থিত এবং গ্রীষ্মকালে এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
ভোরের আকাশ//হ.র