আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০১:০৩ এএম
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক, আলোচনায় নিরাপত্তা ও পর্যটক সুরক্ষা
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ১১ দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবার বিকেলে দিল্লির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭, লোককল্যাণ মার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকারি সূত্রে জানা গেছে, পহেলগাঁও হামলার পর উপত্যকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই প্রথম মোদি ও ওমর মুখোমুখি হলেন। যদিও বৈঠকের বিস্তারিত আলোচনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা গেছে, নিয়ন্ত্রণরেখা বরাবর চলমান সংঘর্ষ ও পর্যটকদের নিরাপত্তা ইস্যুটি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
জানা গেছে, বৈঠকে কাশ্মীরে চলমান অস্থিরতা, বিশেষ করে পহেলগাঁও ঘটনার পর টানা নয় দিন ধরে সীমান্তে চলমান উত্তেজনা এবং এর প্রভাব নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
গত বছর নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে আসীন হন ওমর আবদুল্লাহ। পহেলগাঁও হামলার পর রাজ্য বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
“আমি জানি না নিহতদের পরিবারের কাছে কীভাবে ক্ষমা চাইব। পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই।”
পহেলগাঁও হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন নিরীহ পর্যটক, যাদের অধিকাংশই ছিলেন অন্য রাজ্য থেকে আগত। ঘটনার পর উপত্যকার পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ভোরের আকাশ//র.ন