× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রতিশ্রুতিতে অটল প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৯:৪৫ এএম

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রতিশ্রুতিতে অটল প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রতিশ্রুতিতে অটল প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ সময়সীমা নির্ধারণের কথা বলেন।

শনিবার রাতে যমুনায় অনুষ্ঠিত একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. আলী রীয়াজ উপস্থিত ছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা এক কথার মানুষ। তিনি যা বলেন, তা রাখেন। নির্বাচন নির্ধারিত সময়সীমার মধ্যেই হবে—এ ব্যাপারে তিনি অনড়।

তিনি জানান, তিনটি রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা পুনর্ব্যক্ত করেছে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁর পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছে। যদিও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অন্যদিকে জামায়াত ও এনসিপি সময়সীমা নিয়ে দ্বিমত করেনি।

বিচার প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন প্রেস সচিব। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন—এই মাসের মধ্যেই বিচার কার্যক্রম শুরু হবে এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।”

বৈঠকে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পাশাপাশি শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন বাতিলের দাবি জানায়। তবে এসব বিষয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের প্রস্তাব বিএনপি দিলেও সরকার এখনো এ বিষয়ে কোনো অবস্থান জানায়নি বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, এনসিপি মনে করছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি সম্ভব নয়, তাই কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি।

তিনটি দলের পক্ষ থেকেই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, “প্রফেসর ইউনূস বারবার বলেছেন, নির্বাচন জুনের ৩০ তারিখের মধ্যেই হবে। এর বাইরে যাবে না। সেটাই হচ্ছে সরকারের সময়সীমা।”

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ থাকবে এবং এসব আলোচনার মাধ্যমে নির্বাচন ও সংস্কারের পথ এগিয়ে যাবে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

 নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

 আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

 আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

 লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

সংশ্লিষ্ট

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার