× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা, আপাতত স্থগিত কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৩:০৬ এএম

সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা, আপাতত স্থগিত কর্মবিরতি

সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা, আপাতত স্থগিত কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা আপাতত তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। তবে দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে রোববার ও সোমবার উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা।

বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

তিনি জানান, ঈদের আগে হাতে থাকা সময়কে গুরুত্ব দিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচির পথে হাঁটছেন। রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সোমবার স্মারকলিপি দেওয়া হবে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে।

মো. নুরুল ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টরা তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। আমরা আশাবাদী, রোববার ইতিবাচক খবর পাব।”

ঐক্য ফোরামের নেতারা বলেন, অধ্যাদেশটি বাতিল না হলে ভবিষ্যতে আরও কঠোর নীতিমালা চাপিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে মাঠপর্যায়ের কর্মচারীরাও প্রতিষ্ঠান ও সংস্থাপ্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেবেন।

প্রসঙ্গত, ২৫ মে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’-এ চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে ২৪ মে থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন কর্মচারীরা।

গত মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে বসেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। বৈঠকে জানানো হয়, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তার কাছে বিষয়টি উপস্থাপন করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত তখনই আসবে।

সরকারি কর্মচারীরা জানিয়েছেন, রোববার যদি দাবি পূরণের বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যায়, তাহলে সব কর্মসূচি প্রত্যাহার করে স্বস্তিতে ঈদ উদযাপন করবেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

 নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

 আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

 আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

 লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

সংশ্লিষ্ট

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার