নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:৩৩ এএম
ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রা শুরু, থাকছে ১০টি অতিরিক্ত সার্ভিস
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে আজ শনিবার (৩১ মে) থেকে শুরু করেছে বিশেষ ট্রেন সার্ভিস। সকালে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করার মধ্য দিয়ে এই বিশেষ কার্যক্রমের সূচনা হয়।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে, যেগুলো নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোর পাশাপাশি চলবে। এ সময় নিয়মিত ট্রেনগুলোর নির্ধারিত ‘ডে-অফ’ (বিশ্রামদিন) বাতিল থাকবে, যাতে ঈদযাত্রায় কোনো বিঘ্ন না ঘটে।
এছাড়া ঢাকায় কোরবানির পশু সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিশেষ তিনটি ক্যাটল ট্রেন দুই দিনের জন্য পরিচালনার পরিকল্পনাও গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।
ঈদ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় বড় রেলস্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, র্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
যাত্রীসেবার মান আরও বাড়াতে ঈদের আগে-পরে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার (রেলওয়ে কর্মকর্তাদের আলাদা কোচ) সংযোজন বন্ধ থাকবে, যাতে যাত্রীদের জন্য বাড়তি আসন নিশ্চিত করা যায়।
এদিকে ঈদের আগাম প্রস্তুতি হিসেবে ট্রেনের টিকিট বিক্রি আগেই সম্পন্ন হয়েছে। ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত ট্রেন যাত্রার টিকিটগুলো ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে বিক্রি করা হয়।
ভোরের আকাশ//হ.র