নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ১২:৩৫ এএম
ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করতে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
সরকারি কর্মকর্তারা জানান, আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে ড. ইউনূসের। ১০ জুন রাতে তিনি লন্ডনে পৌঁছাবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরের তৃতীয় দিন একটি অনুষ্ঠানে তাকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। সেদিনই বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সফরে রোহিঙ্গা ইস্যু, অর্থপাচার রোধ, এবং রাজনৈতিক সংস্কার বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন আদায়ের চেষ্টা করবেন তিনি। কূটনীতিক সূত্রে জানা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ আগামী বুধবার বা বৃহস্পতিবার হতে পারে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতোমধ্যে গভীর। মানবাধিকার, সুশাসন, এবং আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে উভয় দেশ কাজ করছে। সম্প্রতি যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক দূত এলেনর স্যান্ডার্স ঢাকায় এসে এসব ইস্যুতে আলোচনা করেছেন। এছাড়া, রোহিঙ্গা সংকটেও ব্রিটেন বাংলাদেশের পাশে রয়েছে।
অর্থপাচার ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মার্চ মাসে বাংলাদেশ সরকার ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরাতে এবং সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
এছাড়া, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। পোশাক, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। লন্ডন সফরে এসব বিষয়েও আলোচনা হতে পারে।
ভোরের আকাশ//হ.র