নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ০১:৫২ এএম
জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি
আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করব। তবে আমরা এটিকে সংলাপ বলছি না। মতবিনিময় করব।
এক্ষেত্রে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম যদি সম্পন্ন না হয়, তবে তারা তো সংলাপে অংশ নিতে পারবে না। আমরা চাই নতুন দল যারা নিবন্ধন পাবে তাদের নিয়েই সংলাপের আয়োজন করতে।
নির্বাচনের রোডম্যাপের বিষয়ে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম যেমন ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়োছি।
ভোরের আকাশ/এসএইচ