× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০৯৩টি পদ সৃজনের প্রস্তাব

কর্মসংস্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ

আকতার হোসেন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৮:১৭ পিএম

কর্মসংস্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ

কর্মসংস্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ

দেশের অভ্যন্তরে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান অধিদপ্তর গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এটি গঠন হলে পৃথিবীর বর্তমান বাস্তবতায় কোন ধরনের কর্মসংস্থানের দিকে যুবকদের ড্রাইভ করা হবে, সেটার একটা আউটলাইন পাওয়া যাবে। কর্মসংস্থান অধিদপ্তর কী নিয়ে কাজ করবে, কীভাবে কাজ করবে? কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে, কীভাবে ব্যবস্থাপনা করবে? সেই আউটলাইন নিয়ে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মসংস্থান অধিদপ্তর গঠন সংক্রান্ত একটি সভা গত বছরের ২৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কর্মসংস্থান অধিদপ্তর গঠনের বিষয়ে সংশোধন এবং সংযোজন করে পুনরায় প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রস্তাবিত কর্মসংস্থান অধিদপ্তরের সংশোধিত প্রস্তাব ও জনবলের তালিকা চূড়ান্ত করার জন্য গত ৪ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অভ্যন্তরীণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক বিষয়ে পর্যালোচনা শেষে জনবলের সংখ্যা ১ হাজার ৯৩ জন নির্ধারণ করা হয়েছে। উক্ত সভায় প্রস্তাবিত কর্মসংস্থান অধিদপ্তরের জন্য ১৩৩টি পদ, ৮টি বিভাগীয় কর্মসংস্থান কার্যালয়ের জন্য ২৫৬টি পদ, ৬৪ জেলা কর্মসংস্থান কার্যালয়ের জন্য ৭০৪টি পদসহ সর্বমোট ১ হাজার ৯৩টি পদ সৃজন করা হয়। এছাড়াও ৩১টি জীপ ও ১৯টি মাইক্রোবাস টিওএন্ডই ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। কর্মসংস্থান অধিদপ্তরের সংশোধিত প্রস্তাব গত ১৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বর্তমানে এটি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে বলে সভায় অবহিত করা হয়।  

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের মানুষের কর্মসংস্থান যেন আরও বেশি হয়, সেজন্য কর্মসংস্থান অধিদপ্তর করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরি করা ছাড়াও দক্ষ জনবল আরও কীভাবে সহযোগিতা করা যায়- সে বিষয়গুলো দেখবে এই অধিদপ্তর। 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, এ বিষয়ে গবেষণা, কর্মসংস্থান নিয়ে ডাটাবেজ তৈরি, নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কর্মসংস্থান অধিদপ্তর ভূমিকা রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কাজ চলছে। এটি চালু হতে আরও কয়েক মাস লাগবে।

তিনি আরও বলেন, একটি অধিদপ্তর গঠন করতে হলে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেই প্রক্রিয়া শেষ করেই এই অধিদপ্তর গঠন হবে।  

এর আগে গত বছরের ১৫ অক্টোবর কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নামে কর্মসংস্থান (শ্রম ও কর্মসংস্থান) আছে, কিন্তু কোথাও কর্মসংস্থান নিয়ে কাজ করার কোনা কিছু নেই। এত বছরের এই মন্ত্রণালয়ের ইতিহাসে কর্মসংস্থান নিয়ে একটা কাজও এই মন্ত্রণালয় করেনি। কর্মসংস্থান নিয়ে কাজ করার একটা অধিদপ্তরও নেই। কোনো স্ট্রাকচারও নেই, যেখান থেকে আমরা কর্মসংস্থান নিয়ে কাজ করবো।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা একটা কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি। এই পৃথিবীর বর্তমান বাস্তবতায় কোনো ধরনের কর্মসংস্থানের দিকে আমরা যাব, বাংলাদেশের যুবকদের আমরা ড্রাইভ করবো সেটার জন্য একটা আউটলাইন প্রস্তুত করার জন্য আমরা কাজ করছি। কর্মসংস্থান অধিদপ্তর কী নিয়ে কাজ করবে, কীভাবে কাজ করবে? কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে, কীভাবে ব্যবস্থাপনা করবে? সেই আউটলাইনটা রেডি হলে আমরা কর্মসংস্থান অধিদপ্তরের ঘোষণাটা দিয়ে কার্যক্রম শুরু করবো। এটা যদি আগের থেকে থাকতো, তবে আমাদের কাজ করতে সুবিধা হতো।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

 নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

 আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

 আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

 লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

সংশ্লিষ্ট

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার