× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১২:৩৫ এএম

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান বাংলাদেশের

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান বাংলাদেশের

ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫১তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

শনিবার (২১ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এ ধরনের বেপরোয়া কার্যক্রম শুধু আঞ্চলিক অস্থিরতাই নয়, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

তিনি অবিলম্বে এসব উসকানিমূলক তৎপরতা বন্ধ এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দেন। একইসঙ্গে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

তৌহিদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে ওআইসিকে আরও সক্রিয় হতে হবে। এর জন্য সংহতির ভিত্তিতে কৌশলগত ও টেকসই পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ওআইসির সমর্থন এবং আইসিজেতে আইনি লড়াইয়ের প্রশংসা করেন তিনি। পাশাপাশি, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং চলমান মামলায় আর্থিক সহায়তা চেয়েছেন।

মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইসলামভীতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসির ভূমিকা আরও জোরদার করার কথাও বলেন বাংলাদেশের এই কূটনীতিক। তিনি বলেন, ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহি ও বাস্তবায়ন প্রক্রিয়া শক্তিশালী করা জরুরি।

সম্মেলনের ফাঁকে মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিকেলে ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

 নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

 আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

আশুরায় ২দিন রোজার গুরুত্ব—ঐতিহ্য ও সুন্নতের অনুসরণ

 আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

আপনার মোবাইল থেকে গোপনে ছবি চুরি করছে যে অ্যাপ

 লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

লিভারে অতিরিক্ত চর্বি জমছে না তো? লক্ষণগুলো জেনে নিন

সংশ্লিষ্ট

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে প্রধান উপদেষ্টার অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার