নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১২:২৪ এএম
“প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে”: আসিফ নজরুল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে।”
সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই বক্তব্য জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আইএসপিআরের দেওয়া তথ্যানুযায়ী, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। তাদের অবস্থা পর্যবেক্ষণে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, “প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে দুর্ঘটনায় আহত ও নিহতদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সরকার হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা নেবে। আমরা সবাই তাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “এই বিয়োগান্তক ও মর্মান্তিক দুর্ঘটনা কীভাবে ঘটল, কেন ঘটল—তা তদন্ত করে দেখা হবে। সত্য উদঘাটনে আমরা কোনো ছাড় দেব না।”
এদিকে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সরকার মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া নিহতদের রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ//হ.র