নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ০২:৩৯ পিএম
প্রধান উপদেষ্টার কথায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচনের দিনক্ষণ চাওয়ার জবাবে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন বরাবরের মতোই আজও এই কথারই পুনরাবৃত্তি করলেন সরকার প্রধান।
তিনি আরো বলেন, আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়। মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে।
এর আগে দুপুর ১২টার দিকে যমুনায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ভোরের আকাশ/এসএইচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ দিন আগে
আপডেট : ১ ঘন্টা আগে
প্রধান উপদেষ্টার কথায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচনের দিনক্ষণ চাওয়ার জবাবে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন বরাবরের মতোই আজও এই কথারই পুনরাবৃত্তি করলেন সরকার প্রধান।
তিনি আরো বলেন, আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয়। মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে।
এর আগে দুপুর ১২টার দিকে যমুনায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ভোরের আকাশ/এসএইচ