নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ১২:১৭ এএম
নারী সংস্কার কমিশন নিয়ে অবস্থান স্পষ্ট করল এনসিপি
নারীসংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবনার কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (০৫ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের গঠনে সমাজের সব অংশের নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে মনে মনে করে এনসিপি। ফলে এই কমিশনের কিছু সুপারিশ সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারীর মতো সংবেদনশীল দ্বন্দ্ব তৈরি করছে।
এনসিপি মনে করে, এসব বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা প্রয়োজন। তবে দলের পক্ষ থেকে নারীদের মর্যাদা ও অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ২০২৪ সালের ১৮ নভেম্বর গঠিত হয় নারী সংস্কার কমিশন, যা ২০২৫ সালের ১৯ এপ্রিল প্রস্তাবনা জমা দেয়। কমিশনটি ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর আওতায় না থাকায় সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার সুযোগ হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনসিপি নারীদের বিরুদ্ধে কিছু সমাবেশে প্রকাশ্য অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে নারীদের অবদান অবিস্মরণীয়।
দলটি জানায়, “নারীদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি দৃঢ় প্রতিজ্ঞ।”
ভেরের আকাশ//হ.র