নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ০২:৩৫ পিএম
বিএনপি সংস্কারেরই দল, বিপক্ষের না: নজরুল ইসলাম খান
বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারেরই দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে- এমন প্রশ্নও রাখেন তিনি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনকে বিএনপি সহযোগিতা করছে এবং সামনেও করবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যতবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, বিশ্বের আর কোথাও হয়নি। আরেকবার একটি সুযোগ তৈরি হয়েছে, কাজে লাগাই সবাই। কমিশনকে সহযোগিতা করছি, করবো।
জাতীয় ঐকমত্য কমিশনের সনদ না হলেও বিএনপির ৩১ দফার সনদ আছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির জন্য সনদ তো আছে একটা। সংস্কারের সনদ। কাজেই আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলব যে, সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, যে প্রস্তাবগুলো এর মধ্যে করা হয়েছে, সদিচ্ছা নিয়েই সব প্রস্তাব করা হয়েছে। আমরা ভালো চাই, আরও ভালো চাই। কিন্তু খুব ভালো করার জন্য এত সময় যেন না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেটা স্তিমিত হয়ে যায়।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান।
ভোরের আকাশ/এসএইচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ দিন আগে
আপডেট : ১ ঘন্টা আগে
বিএনপি সংস্কারেরই দল, বিপক্ষের না: নজরুল ইসলাম খান
বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারেরই দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে- এমন প্রশ্নও রাখেন তিনি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনকে বিএনপি সহযোগিতা করছে এবং সামনেও করবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যতবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, বিশ্বের আর কোথাও হয়নি। আরেকবার একটি সুযোগ তৈরি হয়েছে, কাজে লাগাই সবাই। কমিশনকে সহযোগিতা করছি, করবো।
জাতীয় ঐকমত্য কমিশনের সনদ না হলেও বিএনপির ৩১ দফার সনদ আছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির জন্য সনদ তো আছে একটা। সংস্কারের সনদ। কাজেই আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলব যে, সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, যে প্রস্তাবগুলো এর মধ্যে করা হয়েছে, সদিচ্ছা নিয়েই সব প্রস্তাব করা হয়েছে। আমরা ভালো চাই, আরও ভালো চাই। কিন্তু খুব ভালো করার জন্য এত সময় যেন না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেটা স্তিমিত হয়ে যায়।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান।
ভোরের আকাশ/এসএইচ