স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ জুন ২০২৫ ১২:২০ এএম
সাকিবের অভিযোগ ফাঁস, তামিমের পাল্টা হুঁশিয়ারি
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের ব্যর্থতার চেয়েও বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে বেশি আলোচনায় ছিল ড্রেসিংরুমের ভেতরের নানা ঘটনা।
বিশেষ করে তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহে কর্তৃক ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ঘিরে দারুণ বিতর্ক তৈরি হয়েছিল।
বিশ্বকাপ-পরবর্তী সময়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিংবা বর্তমান সভাপতি ফারুক আহমেদ। তবে সম্প্রতি ওই গোপন প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হলে ফের শুরু হয় আলোচনার ঝড়।
প্রতিবেদনের একটি অংশে দাবি করা হয়, সাকিব আল হাসান অভিযোগ করেছিলেন যে, কোচ হাথুরুসিংহে ও নাসুম আহমেদের ঘটনার তথ্য বাইরে ফাঁস করেছেন তামিম ইকবাল ও তৎকালীন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তারা নাকি নাসুমকে ফোন করে ঘটনার সত্যতা জানতে চেয়েছিলেন। এরপরই নাকি কোচ হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত আসে।
এই অভিযোগ সামনে আসার পর এবার মুখ খুললেন তামিম ইকবাল। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, তার ভাবমূর্তি নষ্টের পেছনে যারা জড়িত, তাদের সঙ্গে কখনো হাত মেলাবেন না।
তামিম লেখেন, “যারা আমার পিছু নিয়েছেন, ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন, তাদের উদ্দেশে বলছি—আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং কেবল দেশের ক্রিকেটের মঙ্গলের জন্যই আসব। প্রয়োজনে বোর্ডেই আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।”
তামিম আরো জানান, তদন্ত কমিটির কাছে তিনি কখনোই কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হননি। কারণ, তিনি তখন দলের অংশ ছিলেন না। তিনি দাবি করেন, “একজন ব্যক্তির ব্যক্তিগত ধারণা আর তদন্ত কমিটির অভিযোগ—এই দুইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সেই ব্যক্তি অতীতেও বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে মন্তব্য করেছেন, কিন্তু আমি কখনো তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলিনি।”
পোস্টের শেষ অংশে তামিম কড়া ভাষায় বলেন, “যারা এই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্যে, তাদের জানিয়ে দিচ্ছি—আমি আপনাদের কাতারে কখনোই থাকব না। আমি কখনোই হাত মেলাব না।”
তামিমের এই হুঁশিয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত-সমর্থকদের অনেকেই তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন মন্তব্যে।
ভোরের আকাশ।। হ.র