স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৪:১১ পিএম
শোকের ছায়ায় সিরিজ নিশ্চিতের লড়াই, একাদশে পরিবর্তন নেই বাংলাদেশের
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। এমন এক আবেগঘন পরিস্থিতিতেই আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বিধ্বস্ত বিমানের ঘটনায় হতাহতদের স্মরণে দুই দলের ক্রিকেটাররা আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। এছাড়া রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিসিবি নিয়েছে বিশেষ উদ্যোগ— সকালেই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে, স্টেডিয়ামসহ দেশের সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং ম্যাচ চলাকালীন কোনো ধরনের গান-বাজনা পরিবেশন করা হবে না।
খেলার দিকে চোখ রাখলে দেখা যায়, প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে লিটন দাসের দল। অন্যদিকে, পাকিস্তানের সামনে এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই— সিরিজে টিকে থাকার জন্য আজ জয়ের বিকল্প নেই তাদের সামনে।
মিরপুরের উইকেট বরাবরের মতোই ছিল স্পিন-বান্ধব ও কঠিন। প্রথম ম্যাচ শেষে পাকিস্তানের কোচ মাইক হেসন সরাসরিই বলে দিয়েছেন, ‘এই উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অগ্রহণযোগ্য।’ তবে আজকের ম্যাচেও পিচের চরিত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বাংলাদেশের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।
শোকের এই দিনে মাঠে নামবে দুই দল, কিন্তু প্রতিপক্ষকে হারানোর লড়াইয়ের উত্তাপ থাকবে ঠিকই। আজ রাতেই জানা যাবে— সিরিজ সিল হবে কি না।
ভোরের আকাশ//হ.র