সংগৃহীত ছবি
লর্ডস টেস্ট শেষে সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার (২৩ জুলাই) ম্যানচেস্টারে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিক ইংল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজ জয়ের দারুণ সুযোগ সামনে রেখে ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে দুই দিন আগেই। আর সেখানে সবচেয়ে বড় চমক—৮ বছর পর টেস্ট দলে ফেরা ৩৫ বছর বয়সী স্পিনার লিয়াম ডসন।
হ্যাম্পশায়ারের বাঁহাতি স্পিনার ডসন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর কেটেছে দীর্ঘ সময়—১০২টি টেস্ট ম্যাচ ডসন মাঠের বাইরে থেকেই দেখেছেন। এবার দলে ফিরেছেন চোট পাওয়া শোয়েব বশিরের বদলে। লর্ডস টেস্টে শেষ উইকেট নিয়ে জয় এনে দেওয়া বশিরের আঙুলে চিড় ধরায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
লিয়াম ডসনের ফেরাটা কেবল অভিজ্ঞতার জন্য নয়, ব্যাটিং দক্ষতার কারণেও। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে তার ১৮টি সেঞ্চুরি, ব্যাটিং গড় ৩৫.২৯, যা বর্তমান ওপেনার জ্যাক ক্রাউলির চেয়েও বেশি। তার এই যোগ্যতাই তাকে ফিরিয়ে এনেছে দীর্ঘদিন পর ইংলিশ টেস্ট দলে।
ডসনের ফেরা নিয়ে ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক বলেন, তিনি অভিজ্ঞতা ও দারুণ কৌশল নিয়ে আসবেন। সবসময়ই নজরে ছিলেন। টেস্ট দলে ফেরাটা তার প্রাপ্য।
লর্ডস টেস্ট দিয়ে টেস্টে চার বছর পর ফেরেন গতিতারকা জোফরা আর্চার। সেখানে তার এক ওভারে ছিল ম্যাচের সর্বোচ্চ গতি। দারুণ পারফরম্যান্সের সুবাদে চতুর্থ টেস্টের একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের। অন্যদিকে ভারত জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে। তাই ওল্ড ট্রাফোর্ড টেস্ট ঘিরে রোমাঞ্চ চূড়ায়।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। এমন এক আবেগঘন পরিস্থিতিতেই আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।বিধ্বস্ত বিমানের ঘটনায় হতাহতদের স্মরণে দুই দলের ক্রিকেটাররা আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। এছাড়া রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিসিবি নিয়েছে বিশেষ উদ্যোগ— সকালেই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে, স্টেডিয়ামসহ দেশের সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং ম্যাচ চলাকালীন কোনো ধরনের গান-বাজনা পরিবেশন করা হবে না।খেলার দিকে চোখ রাখলে দেখা যায়, প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে লিটন দাসের দল। অন্যদিকে, পাকিস্তানের সামনে এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই— সিরিজে টিকে থাকার জন্য আজ জয়ের বিকল্প নেই তাদের সামনে।মিরপুরের উইকেট বরাবরের মতোই ছিল স্পিন-বান্ধব ও কঠিন। প্রথম ম্যাচ শেষে পাকিস্তানের কোচ মাইক হেসন সরাসরিই বলে দিয়েছেন, ‘এই উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অগ্রহণযোগ্য।’ তবে আজকের ম্যাচেও পিচের চরিত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বাংলাদেশের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা খুব কম।বাংলাদেশের সম্ভাব্য একাদশ:তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।পাকিস্তানের সম্ভাব্য একাদশ:সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।শোকের এই দিনে মাঠে নামবে দুই দল, কিন্তু প্রতিপক্ষকে হারানোর লড়াইয়ের উত্তাপ থাকবে ঠিকই। আজ রাতেই জানা যাবে— সিরিজ সিল হবে কি না।ভোরের আকাশ//হ.র
নানান নাটকীয়তা ও অনিয়মের মধ্য দিয়ে পর্দা নেমেছে সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের। বাংলাদেশ-ভুটান ম্যাচে দুই অর্ধ দুই মাঠে পরিচালনার বিরল ঘটনার পর, শেষ দিনেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে— বিশেষ করে বাংলাদেশের ফুটবলার সাগরিকা ও পুরস্কার বিতরণ ঘিরে।টুর্নামেন্ট শেষে সাফের অফিসিয়াল ফেসবুক পেজে সাগরিকাকে "মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার" (টুর্নামেন্ট সেরা) হিসেবে উল্লেখ করে পোস্ট দেওয়া হয়। তার হাতে দেওয়া ট্রফিতেও লেখা ছিল সেই শিরোনাম। অথচ পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থাপক সাগরিকাকে "গতকালের ম্যাচ সেরা" হিসেবে পরিচয় করিয়ে দেন।পরবর্তীতে বাফুফের ফেসবুক ও অন্যান্য মিডিয়ায় সাগরিকার স্বীকৃতিকে বলা হয় "মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (ফাইনাল)"— অথচ এই টুর্নামেন্টে কোনো আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচই ছিল না।ফলে এক ফুটবলারের জন্য তিন ধরনের স্বীকৃতির ব্যাখ্যা উঠে আসে— সাফের পোস্ট অনুযায়ী পুরো টুর্নামেন্টের সেরা, মঞ্চে ঘোষিত ম্যাচসেরা, আর বাফুফে বলছে ফাইনালের সেরা। এই বিভ্রান্তি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, "টুর্নামেন্ট সেরা নয়, গতকালের ম্যাচ সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে।"তবে প্রশ্ন উঠেছে, ডাবল রাউন্ড রবিন লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে ১১টি ম্যাচে কোনো ম্যাচসেরা দেওয়া হয়নি, শুধুমাত্র বাংলাদেশ-নেপাল ম্যাচেই কেন ব্যতিক্রম ঘটল? বিষয়টি নিয়ে সমালোচনা অব্যাহত থাকায় সাফ তাদের মূল পোস্ট এডিট করেছে।সাগরিকা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে তিনি পরবর্তী তিন ম্যাচ খেলতে পারেননি। টুর্নামেন্টের অর্ধেকের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এমন একজন খেলোয়াড়কে যদি টুর্নামেন্ট সেরা হিসেবে পুরস্কৃত করা হয়, সেটি নিঃসন্দেহে সমালোচনার জন্ম দেয়।উল্লেখ্য, এই টুর্নামেন্টে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মিলি এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পূর্ণিমা রায়। তাদের হাতে সুনির্দিষ্ট ট্রফি তুলে দেওয়া হয়।টুর্নামেন্টের আরেকটি আলোচিত বিষয় ছিল সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের অনুপস্থিতি। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না। এমনকি পুরস্কার বিতরণ মঞ্চেও তাকে দেখা যায়নি। এর আগেও ভারতে অনুষ্ঠিত সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে তিনি অনুপস্থিত ছিলেন, আর ঢাকায় থাকলেও মঞ্চে উঠেননি।সাফের সাধারণ সম্পাদক ক্যাটেল এই বিষয়ে বলেন, "সভাপতির উপস্থিতি বাধ্যতামূলক নয়।"এবারের টুর্নামেন্টে কোনো প্রাইজমানি ছিল না, শুধু ট্রফিই ছিল ফুটবলারদের অর্জন। অথচ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না— যা খেলোয়াড়দের অনুপ্রেরণায় বড় ঘাটতির ইঙ্গিত দেয়। এ প্রসঙ্গে সাফ সচিব বলেন, "আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি। ভবিষ্যতে প্রতিটি ম্যাচেই সেরার স্বীকৃতি দেওয়ার চেষ্টা থাকবে। পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য পুরস্কারও বিবেচনায় রাখা হবে।"ভোরের আকাশ//হ.র
লর্ডস টেস্ট শেষে সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার (২৩ জুলাই) ম্যানচেস্টারে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিক ইংল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজ জয়ের দারুণ সুযোগ সামনে রেখে ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে দুই দিন আগেই। আর সেখানে সবচেয়ে বড় চমক—৮ বছর পর টেস্ট দলে ফেরা ৩৫ বছর বয়সী স্পিনার লিয়াম ডসন।হ্যাম্পশায়ারের বাঁহাতি স্পিনার ডসন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর কেটেছে দীর্ঘ সময়—১০২টি টেস্ট ম্যাচ ডসন মাঠের বাইরে থেকেই দেখেছেন। এবার দলে ফিরেছেন চোট পাওয়া শোয়েব বশিরের বদলে। লর্ডস টেস্টে শেষ উইকেট নিয়ে জয় এনে দেওয়া বশিরের আঙুলে চিড় ধরায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।লিয়াম ডসনের ফেরাটা কেবল অভিজ্ঞতার জন্য নয়, ব্যাটিং দক্ষতার কারণেও। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে তার ১৮টি সেঞ্চুরি, ব্যাটিং গড় ৩৫.২৯, যা বর্তমান ওপেনার জ্যাক ক্রাউলির চেয়েও বেশি। তার এই যোগ্যতাই তাকে ফিরিয়ে এনেছে দীর্ঘদিন পর ইংলিশ টেস্ট দলে।ডসনের ফেরা নিয়ে ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক বলেন, তিনি অভিজ্ঞতা ও দারুণ কৌশল নিয়ে আসবেন। সবসময়ই নজরে ছিলেন। টেস্ট দলে ফেরাটা তার প্রাপ্য।লর্ডস টেস্ট দিয়ে টেস্টে চার বছর পর ফেরেন গতিতারকা জোফরা আর্চার। সেখানে তার এক ওভারে ছিল ম্যাচের সর্বোচ্চ গতি। দারুণ পারফরম্যান্সের সুবাদে চতুর্থ টেস্টের একাদশেও জায়গা পেয়েছেন তিনি।চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের। অন্যদিকে ভারত জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে। তাই ওল্ড ট্রাফোর্ড টেস্ট ঘিরে রোমাঞ্চ চূড়ায়।চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার। ভোরের আকাশ/জাআ
বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল কার্ড নিষেধাজ্ঞা থেকে ফেরা সাগরিকার নৈপুন্যে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বাংলাদেশের কিশোরীরা।সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালের নাটকীয়তায় ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। তবে এবার ভারত অংশ না নেওয়ায় সাগরিকাদের কাছে চ্যালেঞ্জ ছিল ট্রফি ধরে রাখার। যেখানে পুরোপুরি সফল হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।ঘরের মাঠে পুরো টুর্নামেন্টে দাপটে দেখিয়েছে সাগরিকা-স্বপ্নারা। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে সাফে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে চার গোল করেছেন সাগরিকা। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ আট গোল করেছেন তিনি। সোমবার (২১) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম ১০ মিনিটে আশা জাগানিয়া চারটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু সফলতা আসে একটি থেকে। অষ্টম মিনিটে দল এগিয়ে দেন সাগরিকা। মাঝমাঠে বলের দখলটা নিজেদের মধ্যে রেখে গুছিয়ে আক্রমণ করে বাংলাদেশ। পূজা দাসের বাড়ানো বল নেপালের গোলমুখে বাড়ান স্বপ্না। আর সেই বল ধরে দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে জালে জড়ান সাগরিকা। তিন ম্যাচে যেটা তার পঞ্চম গোল। এর ঠিক ১২ মিনিট পর ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেপাল। গোলকিপার মিলি আক্তারের হাত ফসকে বের হওয়া বলে শট নেন পূর্ণিমা রাই। কিন্তু সেই শট রুখে দেন বেরসিক গোলপোস্ট। পোস্ট থেকে ফিরে আসা বলে হেড নেন নেপালের আরেক ফুটবলার। এবার আর মিস করেননি মিলি, সেই হেড সহজেই গ্লাভসবন্দী করেন বাংলাদেশ গোলকিপার।এক গোলের লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধের শেষ পর্যন্ত একটু ধীরস্থির হয়ে লড়ে যায়। নেপালও চেষ্টা করে গোল শোধ করতে। কিন্তু বাংলাদেশের চৌকস রক্ষণের কারণে তাদের সেই আশা আর পূরণ হয়নি৷ উল্টো ৪৪ মিনিটে আরও একবার নেপালের বুকে কাঁপন ধরিয়ে দেন সাগরিকা। কিন্তু গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।এদিন ম্যাচ শুরুর আগে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা।ভোরের আকাশ/জাআ