স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০২:০৬ এএম
যুদ্ধের আশঙ্কায় রিশাদ-নাহিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের চিন্তা
ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধসদৃশ পরিস্থিতির দিকে গড়াচ্ছে। মিসাইল ও ড্রোন হামলা-পাল্টা হামলার মধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে অর্ধশতাধিক। এই প্রেক্ষাপটে চরম অনিশ্চয়তায় পড়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বন্ধ হয়ে গেছে রাওয়ালপিন্ডির ম্যাচ, যেখানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।
তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরপর দুদিন বোর্ড জানিয়েছে, পিএসএলে অংশ নেওয়া এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল (বুধবার) সকালেই ফোনে কথা বলেন রিশাদ ও নাহিদের সঙ্গে।
আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি না হলে ক্রিকেটারদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। এই সংকট উত্তরণের জন্য চার্টার্ড ফ্লাইট ব্যবহারের চিন্তাভাবনা করছে বিসিবি।
রাওয়ালপিন্ডিতে অবস্থানরত সাংবাদিক তাসফিক পলক জাগো নিউজকে জানিয়েছেন, “বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে। চার্টার্ড ফ্লাইট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে এবং পিসিবির সঙ্গে সেই আলোচনাও চলছে।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। এমনকি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন হামলার খবরও এসেছে, যা পিএসএলসহ সকল কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরানো এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
ভোরের আকাশ//হ.র