`কমপ্লিট শাটডাউন' : আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের এই অচলাবস্থার কারণে রোববার (২৯ জুন) নতুন করে কোনো পণ্য আনেনি ব্যবসায়ীরা। বন্দরের ব্যবসায়ীরা জানায়, রাজস্ব কর্মকর্তারা শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন। যে কারণে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি। এতে করে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিও হচ্ছে। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন, কর্মসূচির আওতামুক্ত হওয়ায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি।আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভোরের আকাশকে জানান, শনিবার যথারীতি ভারতে পণ্য রপ্তানি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ১৬০ টন মাছ এবং ৩টি ট্রাকে ৯০ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, শাটডাউনের কারণে যেসব পণ্যের কাগজপত্র শুক্রবার সম্পন্ন ছিল, সেগুলোই শনিবার রপ্তানি করা হয়েছিল।ভোরের আকাশ/আজাসা