রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে সকাল ১০টায় এ মার্কেটের ৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১০টা তিন মিনিটে ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। কাজ করছে নয়টি ইউনিট।ঘটনাস্থলে এসব বিষয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক কাজী নজমুজ্জামান।ভোরের আকাশ/এসএইচ
০২ আগস্ট ২০২৫ ১১:৫১ এএম
পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানী ঢাকার পুরানা পল্টনে একটি ১০ তলা ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে এনেছে।সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে পুরানা পল্টন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।তিনি বলেন, পুরানা পল্টনে একটি ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লাগে। সকালে রাস্তা ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে পাঁচটি ইউনিটের ১৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।ভোরের আকাশ/এসএইচ