ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে অ্যাডমিন।পোস্টে বলা হয়, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।পোস্টে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।এদিকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব ধরনের সহায়তা, প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয়।কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এ কমিশন।এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশও দেবে এ কমিশন।ভোরের আকাশ/মো.আ.
০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৯ পিএম
হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হলো এখানে তার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি।তিনি বলেন, এটি খুবই পরিষ্কার নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলাবাহিনী নেতাদের ওপর এমন আক্রমন করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কি করছে, চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি মনে করি, দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।ভোরের আকাশ/এসএইচ
০২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৬ পিএম
নুরুল হক নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল
রাজধানীর বিজয়নগর এলাকায় হামলায় আহত হয়ে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান।এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।এর মধ্যে সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে কেবিনে স্থানান্তর করা হয়।ভোরের আকাশ/মো.আ.
০২ সেপ্টেম্বর ২০২৫ ০১:০২ পিএম
রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু
রাজধানীর উত্তরায় সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উত্তরার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুয়াদ হাসান হৃদয় নওগাঁর সদর উপজেলার বাসিন্দা ফাইজুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের ঢালে ত্রিমুখী ওই সংঘর্ষের সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরায় গাড়ি দুর্ঘটনায় আসা মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।ভোরের আকাশ/তা.কা
০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৫ পিএম
নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, নুরুল হক নুর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তবে তিনি এখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন।আজ সকালে নুরকে দেখতে ঢামেকে যান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি নুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।ভোরের আকাশ/এসএইচ
০১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৩ পিএম
নুরের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (৩১ আগস্ট) সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।ঢামেক পরিচালক বলেন, নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ৪টি সমস্যা রয়েছে। এগুলো হলো- নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইঞ্জুরি আছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল। তবে তা ধীরে ধীরে কমে আসছে।তিনি বলেন, নুরের সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। তবে কিছুটা ট্রমায় আছে। ৬ সদস্যের বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।ভোরের আকাশ/এসএইচ
৩১ আগস্ট ২০২৫ ১২:৪৬ পিএম
নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে : ঢামেক পরিচালক
লাঠির আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।তিনি বলেন, আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আরও বলেন, রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটিস্ক্যান করানো হয়েছে। দেখা গেছে, তার মাথার হাড় ভেঙে গেছে। এ ছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে, তবে তা অতি সামান্য। তার চোখ-মুখ ফোলা রয়েছে। চোখেও রক্ত জমে আছে। তবে শরীরের অন্যান্য স্থানে কোথাও আঘাত দেখা যায়নি।এ চিকিৎসক জানান, ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত অবস্থা শঙ্কামুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, সেটা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করি।শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।ভোরের আকাশ/মো.আ.
৩০ আগস্ট ২০২৫ ১২:১২ পিএম
আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে নুরকে ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।ঢামেকের চিকিৎসক জানিয়েছেন, নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। তিনি বলেন, “ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল না হলে অবস্থা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”এর আগে রাত ১১টার দিকে আহত নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে রাত সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাকে দেখতে আসেন। কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিতে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়; গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে অবরুদ্ধ করেন।প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়।একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নুর ও দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে তাদের ওপর লাঠিচার্জ হয়, যার ফলে নুর গুরুতর আহত হন।গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন।”এই ঘটনায় সাংবাদিকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।ভোরের আকাশ//হ.র
৩০ আগস্ট ২০২৫ ০১:৩৭ এএম
নুরকে দেখতে গিয়ে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসিসি)-এ তিনি উপস্থিত হন।নূরকে দেখে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন আসিফ নজরুল। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পুনরায় হাসপাতালে ঢুকে পড়েন। এসময় নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।এর আগে সন্ধ্যার পর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ নিয়ন্ত্রণে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জ হয়। এতে নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।প্রথমে আহতদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নূরকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।ভোরের আকাশ//হ.র
৩০ আগস্ট ২০২৫ ০১:০৪ এএম
ঢামেক শিক্ষার্থীদের আল্টিমেটাম
আন্দোলন অব্যাহত রেকেছে ঢাকা মেডিকেল কলেজর শিক্ষার্থীরা। গত ২৮ মে থেকে পাঁচ দফা দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় ৬ জুন থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন। এবার আবাসন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।আজ সোমবার দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কলেজে এসে হলের অবস্থা পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে পাঁচ দফা দাবির বাস্তবায়নে একটি স্পষ্ট রোডম্যাপ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই আল্টিমেটাম দেওয়া হয়।কেএ-৭৮ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল আবেদিন তানভীর বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোর অগ্রগতি জানতে চেয়েছিলাম, কিন্তু আবারও আজ (গতকাল) হল খালি করতে বলা হয়েছে। আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, আমরা আন্দোলনের সময় হলে অবস্থান করব।’তিনি আরও বলেন, ‘সোমবার দুপুরের মধ্যে উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি কলেজে এসে সমাধানের নির্দিষ্ট পরিকল্পনা না দেন, তাহলে আমরা আন্দোলন আরও জোরদার করব।’গতকার রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘পরিত্যক্ত হল ব্লকগুলোতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা সেই ঝুঁকি নিতে রাজি নই। শিক্ষার্থীরা যদি হল খালি করে নতুন বরাদ্দ প্রক্রিয়ায় সহযোগিতা করে, তবে আমরা একাডেমিক কার্যক্রম চালু করতে পারব।’তিনি জানান, নতুন একটি হল নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অন্য দুটি মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দুটি হল প্রকল্প এখন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পুনঃবরাদ্দ করা হয়েছে। তবে প্রকল্পগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।অধ্যক্ষ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হলেও তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এসব প্রক্রিয়া সময়সাপেক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে এবং কলেজে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে একাডেমিক কাউন্সিল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’শিক্ষার্থীরা নতুন হলের বাজেট পাস, বিকল্প আবাসনের ব্যবস্থা, পুরাতন একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও নতুন ভবনের বাজেট অনুমোদনের দাবি জানিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন।গত শনিবার কলেজ কর্তৃক এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে। শিক্ষার্থীদের গতকাল রোববার দুপুর ১২টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়। আন্দোলন দমন চেষ্টার অংশ হিসেবে শিক্ষার্থীরা এ নির্দেশ প্রত্যাখ্যান করেছেন।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুন ২০২৫ ০৯:২০ এএম
রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে বেড়েই চলেছে অস্বাভাবিক ঘটনায় মৃতের সংখ্যা। নগরীতে এমন পৃথক ঘটনায় ৩ নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য বের করার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। মৃতরা হলেন- রামপুরার সুমি আক্তার (৩৫), কদমতলীর রুহেনা আক্তার (২১), সবুজবাগের তানিয়া (২২) ও মহাখালীর মুন্না (১৯)।বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ চারটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর পরিবারের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়।পিরোজপুর সদর উপজেলার মনেজ হাওলাদারের মেয়ে সুমি আক্তার। গৃহিণী সুমি স্বামী শহিদুল ইসলামের সঙ্গে রামপুরা পূর্ব হাজীপাড়া ঝিলপাড়ে একটি বাসায় থাকতেন।রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) খান আব্দুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুমি।অন্যদিকে, বরগুনার আমতলী উপজেলার তাজউল্লাহর মেয়ে রুহেনা আক্তার। স্বামী হামিদুল ইসলাম। থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা এলাকায়। কদমতলী এলাকার ইগুলু কোম্পানিতে চাকরি করতেন রুহেনা।সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছাম্মৎ নুসরাত জাহান উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেস শ্রমিক কলোনির ২২ নম্বর রোডে সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে রাস্তায় ট্রাক এবং অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রুহেনা। খবর পেয়ে রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা উল্লেখ করেন, তানিয়ার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আজমল হক। থাকতেন সবুজবাগ মাদারটেক বাগানবাড়ি এলাকার একটি বাসায়।মঙ্গলবার বেলা ৩টার দিকে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। তবে গলায় কোনো দাগ নেই। এছাড়া তার বাম হাতের কবজিতে দুই ইঞ্চি পরিমাণ কাটা জখম রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি বলে উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ কামাল সুরতহালে উল্লেখ করেন, মুন্নার বাড়ি শরীয়তপুরে ডামুড্ডা উপজেলায়। তার বাবার নাম ইয়াসিন। মহাখালী আদর্শনগর এলাকায় থাকে গাড়ির হেলপার মুন্না। মঙ্গলবার সেই বাসায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ভোরের আকাশ/এসএইচ